Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তখন যদি আমি মারা যেতাম তাহলে এখন শান্তিতে থাকতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তা হলে এখন শয়ন করে বিশ্রাম করতাম, নিদ্রিত হতাম, শান্তি পেতাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তবে তো এখন আমি শান্তিতে শায়িত থাকতাম; ঘুমিয়ে থাকতাম ও নিতাম বিশ্রাম

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম, নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম,;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 এই ঘটনাগুলি যদি না ঘটত তাহলে আমি এখন শায়িত থাকতে পারতাম। আমি শান্তিতে থাকতাম। আমি ঘুমিয়ে থাকতে পারতাম এবং বিশ্রাম পেতাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তাহলে এখন আমি নিরবে শুয়ে থাকতাম; আমি ঘুমাতাম এবং বিশ্রাম পেতাম

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:13
22 ক্রস রেফারেন্স  

সর্বশক্তি দিয়ে করে যাও তোমার কর্তব্য, কারণ যেখানে তোমাকে যেতে হবে সেই মৃতলোকে কোনও কাজ নেই, নেই কোনও ভাবনা-চিন্তা, সেখানে কোনও জ্ঞান নেই, নেই কোনও প্রজ্ঞা।


কেউ কেউ পূর্ণ সমৃদ্ধির মাঝে মারা যায়, সারা জীবন তারা আরাম-আয়েসে থাকে।


তারা ঈশ্বরকে বলে: তোমাকে আমাদের আর দরকার নেই,


আমি স্বচক্ষে তাঁকে দেখব, আর কাউকে নয়! আমারই পক্ষে তিনি দাঁড়াবেন। হৃদয় আমার শঙ্কায় ব্যাকুল,


কিন্তু আমি জানি পাতালেই আমি থাকব মৃতলোকই আমার একমাত্র আশা, যেখানে অন্ধকারেই আমি পাতব শয্যা, ডুবে যাব নিদ্রায়।


মৃত্যুচ্ছায়ার পরিব্যাপ্ত, শৃঙ্খলাবিহীন, আলো আর অন্ধকার যেখানে তিমিরে বিলীন।


তুমি কি আমার অপরাধ ক্ষমা করতে পার না? আমার অধর্মের মার্জনা কি নেই তোমার কাছে? অচিরেই আমি কবরে শায়িত হব, তুমি আমার সন্ধান করবে, কিন্তু তখন আর থাকবে না আমার অস্তিত্ব।


কেন আমার মা আমাকে কোলে তুলে নিয়েছিলেন? কেনই বা আমাকে স্তন্যদান করেছিলেন?


আমি যেখানে যাচ্ছি সেখান থেকে কেউ ফিরে আসে না। ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেই দেশ,


তুমি চিরকাল মানুষকে পরাস্ত কর, সে বিগত হয়, তুমি তার অবয়ব বিকৃত কর মৃত্যুর মাঝে বিলীন করে দাও তাকে।


কারণ আমার জীবনের দিন শেষ হয়ে যাচ্ছে, আমি এগিয়ে চলেছি সেই পথে যে পথে গেলে কেউ আর ফেরে না।


কারণ আমি জানি আমার একজন মুক্তিকর্তা আছেন। তিনিই অবশেষে আমার উদ্ধারের জন্য আমার পাশে দাঁড়াবেন, আমারই পক্ষ সমর্থন করবেন।


কিন্তু এরা সকলেই একই ভাবে ধূলায় মিশে যায়, কীটে তাদের ছেয়ে ফেলে।


খরায় ও তাপে যেমন তুষার উবে যায় পাপিষ্ঠেরাও তেমনি জীবলোক থেকে অদৃশ্য হয়।


তাদের জননীরাও আর তাদের স্মরণে রাখে না, পোকায় তাদের দেহ খেয়ে ফেলে, পড়ে যাওয়া গাছের মত তারা বিধ্বস্ত হয়।


পৃথিবীর নীচে জলের তলায়, মৃতদের আত্মারা কাঁপছে।


তাঁর সম্মুখে পাতালপুরী উন্মুক্ত, ধ্বংসস্থান অনাবৃত।


এমন কোন অন্ধকার বা তিমিরাবৃত স্থান নেই যেখানে দুর্জনেরা গিয়ে লুকাতে পারে।


পুরাকালের বীর শ্রেষ্ঠদের মত যথোচিত মর্যাদায় তাদের সমাধি দান করা হয়নি। এই বীর নায়কেরা অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েই মৃতলোকে গমন করেছিল। তাদের মাথার নীচে দেওয়া হয়েছিল তরবারি, বুকের উপর দেওয়া হয়েছিল ঢাল। পূর্ণ সামরিক মর্যাদায় তারা বীরগতি লাভ করেছিল। এরাই জীবনকালে একদিন ছিল মহাত্রাস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন