ইয়োব 3:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 তখন যদি আমি মারা যেতাম তাহলে এখন শান্তিতে থাকতাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তা হলে এখন শয়ন করে বিশ্রাম করতাম, নিদ্রিত হতাম, শান্তি পেতাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তবে তো এখন আমি শান্তিতে শায়িত থাকতাম; ঘুমিয়ে থাকতাম ও নিতাম বিশ্রাম অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম, নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম,; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এই ঘটনাগুলি যদি না ঘটত তাহলে আমি এখন শায়িত থাকতে পারতাম। আমি শান্তিতে থাকতাম। আমি ঘুমিয়ে থাকতে পারতাম এবং বিশ্রাম পেতাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তাহলে এখন আমি নিরবে শুয়ে থাকতাম; আমি ঘুমাতাম এবং বিশ্রাম পেতাম অধ্যায় দেখুন |