Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 26:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যার কোন জ্ঞান নেই কি সুপরামর্শই না দিলে তাকে। কি বিশুদ্ধ জ্ঞানের কথাই না শোনালে!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 প্রজ্ঞাবিহীন মানুষকে তুমি কী পরামর্শ দিয়েছ! আর তুমি কী মহা পরিজ্ঞান দেখিয়েছ!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করিলে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সত্যিই, যে লোকের কোন প্রজ্ঞা নেই, তাকে তোমরা চমৎ‌‌কার উপদেশ দিয়েছো! তোমরা যে কত জ্ঞানী, তোমরা তা প্রদর্শন করেছো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যার জ্ঞান নেই তাকে তুমি কেমন পরামর্শ দিলে এবং তাকে কেমন করে যুক্তিযুক্ত জ্ঞান প্রকাশ করলে!

অধ্যায় দেখুন কপি




ইয়োব 26:3
17 ক্রস রেফারেন্স  

কারণ তোমাদের কাছে ঈশ্বরের সার্বিক উদ্দেশ্য আমি ব্যক্ত করেছি, কিছুই গেআপাড় করিনি।


ইহুদীদের চক্রান্তে কত বাধাবিপত্তি এসেছে আমার জীবনে। তোমাদের কল্যাণের জন্য আমি অকুণ্ঠভাবে সুসমাচার প্রচার করেছি। প্রকাশ্যে এবং তোমাদের ঘরে ঘরে গিয়েও আমি শিক্ষাদান করেছি।


কে তুমি মূর্খ, অসার কথা দিয়ে আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর?


আর যদি আপনার কিছু বলার না থাকে, তাহলে নীরবে শুনুন আমার কথা, আমি আপনাকে জ্ঞানগর্ভ উপদেশ দিচ্ছি।


আমার কথায় আন্তরিক সততার পরিচয় পাবেন, আমার ওষ্ঠাধর সরলভাবে কথা বলবে।


কিন্তু তারা বার বার এসে আমার সামনে দাঁড়ালেও তাদের মধ্যে একজনকেও আমি জ্ঞানী বলে মনে করি না।


তোমরা যদি নীরব, নির্বাক থাকতে তাহলে বিজ্ঞতারই পরিচয় দিতে।


তোমাদের মত বোধবুদ্ধি আমারও আছে তোমাদের চেয়ে কোন অংশে আমি নিকৃষ্ট নই। তোমরা যা বলেছ সে কথা কে না জানে?


আত্মরক্ষা করার শক্তি আর আমার নেই কারও কাছ থেকে সাহায্য পাওয়ার আশাও আমার নেই।


কার সাহায্য নিয়ে তুমি এসব কথা বলছ? কার মনোভাব তোমার কথার প্রকাশ পাচ্ছে?


সন্দেহ নেই, তুমি সাধারণ মানুষের মতই কথা বলছ, তোমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাদের এই জ্ঞানও লুপ্ত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন