Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 24:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সর্বশক্তিমান কেন বিচারের দিন নির্দিষ্ট করেন না? যারা তাঁকে জানে তারা কেন তাঁর নির্দিষ্ট বিচারদিন দেখতে পায় না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সর্বশক্তিমান থেকে কেন সময় নির্ধারিত হয় না? যারা তাঁকে জানে, তারা কেন তাঁর দিন দেখতে পায় না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “সর্বশক্তিমান কেন বিচারের সময় স্থির করেন না? যারা তাঁকে জানে তাদের কেন এ ধরনের দিনের জন্য অনর্থক অপেক্ষা করতে হবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সর্ব্বশক্তিমান্‌ হইতে কেন সময় নিরূপিত হয় না? যাহারা তাঁহাকে জানে, তাহারা কেন তাঁহার দিন দেখিতে পায় না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “এমন কেন হয় যে মানুষের জীবনে যখন মন্দ ঘটনা ঘটতে চলেছে তা সর্বশক্তিমান ঈশ্বর জানেন, কিন্তু তাঁর অনুগামীরা এমনকি অনুমানও করতে পারে না যে কখন তিনি সে বিষয়ে কিছু করতে চলেছেন?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 কেন সর্বশক্তিমান পাপীদের বিচারের জন্য দিন ঠিক করে রাখেন না? যারা তাঁকে জানে তারা কেন তাঁর বিচারের দিন দেখতে পায় না?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 24:1
29 ক্রস রেফারেন্স  

যীশু তাঁদের বললেন, পিতা স্বয়ং যে দিন এবং ক্ষণ নিজের কর্তৃত্বাধীনে স্থির করে রেখেছেন, তা নিয়এ কৌতূহল প্রকাশ করার অধিকার তোমাদের নেই।


আমি তাই এই সিদ্ধান্তে এলাম: স্বয়ং ঈশ্বরই যখন সর্ববিষয় ও সর্ব কর্মের জন্য সময় নির্দিষ্ট করেছেন, তখন তিনিই যথা সময়ে করবেন ভালোমন্দের বিচার।


মহাপ্লাবনে আগে নোহ যেদিন জাহাজে গিয়ে উঠলেন সেদিন পর্যন্ত লোকে পানাহার করেছে, বিবাহ করেছে ও বিবাহ দিয়েছে,


নির্ধারিত সময়ে সেই আবির্ভাব ঘটাবেন ঈশ্বর। ধন্য তিনি! অদ্বিতীয় বিক্রমশালী রাজাধিরাজ, প্রভুদের প্রভু,


পবিত্র আত্মা স্পষ্টভাবে বলেছেন, পরবর্তী কালে কিছু মানুষ ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হবে। তারা বিভ্রান্তি সৃষ্টিকারী আত্মাদের দ্বারা প্রভাবিত হবে এবং দানবীয় মতাদর্শ অনুসরণ করবে।


কিন্তু তুমি হৃদয় কঠিন ও অনমনীয় করে বিচার দিনের জন্য তোমার দণ্ড সঞ্চয় করে রাখছ। সেই দিনে ঈশ্বরের ন্যায়বিচার সকলে প্রত্যক্ষ করবে এবং


একটি মানুষ থেকে তিনি বিভিন্ন মানবগোষ্ঠীর সৃষ্টি করলেন এই পৃথিবীর বুকে বসবাস করার জন্য পূর্বাহ্নেই তিনি নির্দিষ্ট করে দিলেন তাদের ঐতিহাসিক স্থান ও কালের সীমা।


তুমিই যে একমাত্র সত্য ঈশ্বর এবং তুমিই যে যীশুখ্রীষ্টকে প্রেরণ করেছ-এই উপলব্ধির হল শাশ্বত জীবন।


ষড় ঋতু তাঁর কথা মেনে চলে, কাল আবর্তিত হয় তাঁরই ঈঙ্গিতে, নৃপতিরা আসে যায় তাঁরই অঙ্গুলি হেলনে, জ্ঞানবুদ্ধি বিবেচনা তাঁরই দান।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আজ প্রতিশোধ নেবার দিন, শত্রুকুলকে দণ্ড দেবার দিন। তাঁর তরবারি গ্রাস করবে তাদের পূর্ণতৃপ্ত না হওয়া পর্যন্ত, আকণ্ঠ পান করবে তাদের শোণিত ধারা। উত্তর দেশের ইউফ্রেটিস নদীতীরে আজ বলি উৎসর্গ করবেন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


তুচ্ছতম যে সে পরিণত হবে এক বিরাট গোষ্ঠীতে ক্ষুদ্রতম হয়ে উঠবে এক মহাশক্তিমান জাতি আমি প্রভু পরমেশ্বর সেই শুভক্ষণে এ কর্ম সম্পাদনে তৎপর হব আমি!


সেইদিন যারা ক্ষমতাবান, যারা গর্বোদ্ধত, অতিশয় আত্মাভিমানী, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের প্রত্যেককে অবনত করবেন।


যারা জেনেছে তোমার স্বরূপ, পেয়েছে তোমার পরিচয়, তাদের উপর চিরায়ত হোক তোমার করুণাধারা, ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের সতত তাদের তুমি কর উদ্ধার।


যারা তোমায় জানে, জানে তোমার পরিচয়, তুমি তাদের একমাত্র ভরসা। হে প্রভু পরমেশ্বর, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি করো না পরিত্যাগ।


প্রভু পরমেশ্বর ভাবলেন, আমি যা করতে চলেছি তা অব্রাহামের কাছে তা গোপন করব না।


সাতদিন পরে আমি পৃথিবীতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টিপাত করব এবং আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করব।


লোভের বশে এরা মিথ্যা বলবে এবং অন্যায়ভাবে তোমাদের শোষণ করবে। বহুপূর্বে তাদের সম্পর্কে উচ্চারিত দণ্ডাদেশ বৃথা হবে না, ধ্বংসের হাত থেকে তারা রেহাই পাবে না।


বন্ধুগণ, দিনক্ষণ সম্পর্কে তোমাদের কাছে কিছু লেখার প্রয়োজন নেই,


তোমার হাতেই আমার জীবন, যে শত্রুরা আমায় করে নির্যাতন, তাদের কবল থেকে বাঁচাও আমায়।


যে দুর্জন অন্যকে পীড়ন করে সে সারাজীবন যন্ত্রণা ভোগ করবে।


সেইদিন আগতপ্রায়, যেদিন আমি সর্বজাতির বিচার করব। তোমরা যেমন করেছ, তেমনিই করা হবে তোমাদের প্রতি। তোমাদের কর্মফল তোমাদের মাথাতেই বর্তাবে।


পরমেশ্বরের সাক্ষাতে নীরব হও, প্রভুর দণ্ডবিধানের দিন আসন্ন। প্রভু এক যজ্ঞের আয়োজন করছেন, তিনি তাঁর প্রজাদের যজ্ঞের বলিরূপে উৎসর্গ করার জন্য প্রস্তুত করছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন