Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমার অভিযোগ কোন মানুষের বিরুদ্ধে নয়, আমি কেন অধৈর্য হব না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমার কাতরোক্তি কি মানুষের কাছে? আমার মন অধৈর্য হবে না কেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “আমার অভিযোগ কি কোনও মানুষের বিরুদ্ধে? আমি কেন অধৈর্য হব না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য্য হইবে না কেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “আমি লোকের নামে অভিযোগ করছি না। আমার অসহিষ্ণুতার যথেষ্ট কারণ আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমার জন্য, আমার অভিযোগ কি কোন মানুষের কাছে? কেন আমি ধৈর্যহীন হব না?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:4
13 ক্রস রেফারেন্স  

হে আমার প্রাণ কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


তিনি তাঁদের বললেন, আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় ম্রিয়মান। তোমরা এখানে অপেক্ষা কর এবং আমার সঙ্গে জেগে থাক।


হে প্রভু পরমেশ্বর আমার প্রার্থনা শোন, আমার আবেদন উপনীত হোক তোমার কাছে


বেঁচে থাকার মত জীবনীশক্তি আমার কতখানি আছে? কিসের আশায়ই বা আমি জীবনধারণ করব?


দয়া করে মনে করবেন না যে আপনার এই দাসী নীচ প্রকৃতির স্ত্রীলোক। গভীর দুঃখ ও তীব্র মনোবেদনায় কাতর হয়ে আমি এতক্ষণ ধরে বিনতি করছিলাম।


মোশি এ সমস্ত কথা ইসরায়েলীদের কাছে বললেন, কিন্তু দাসত্বের নিপীড়নে অধৈর্য হয়ে ইসরায়েলীরা মোশির কথায় কর্ণপাত করল না।


তাহলে কেন তুমি আমার সমস্ত পাপের সন্ধান করছ? খুঁজে বের করছ আমার প্রতিটি দোষ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন