Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আমার মানসম্মান ধূলায় লুটিয়ে দিয়েছেন, কেড়ে নিয়েছেন আমার গৌরব মুকুট।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তিনি আমার গৌরব-বসন খুলে নিয়েছেন, আমার মাথার মুকুট হরণ করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তিনি আমার সম্মান হরণ করেছেন ও আমার মাথা থেকে মুকুট অপসারিত করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তিনি আমার গৌরব-বসন খুলিয়া লইয়াছেন, আমার মস্তকের মুকুট হরণ করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর আমার সম্মান হরণ করে নিয়েছেন। আমার মাথা থেকে তিনি মুকুট কেড়ে নিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তিনি আমার গৌরব ছিনতাই করেছেন এবং তিনি আমার মাথা থেকে মুকুট নিয়েছেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:9
14 ক্রস রেফারেন্স  

তুমি তার রাজদণ্ড কেড়ে নিয়েছ নিক্ষেপ করেছ তার সিংহাসন ভূমিতলে।


যা ছিল আমাদের গর্বের ধন সবই আজ ধুলিতে লুটায়, পাপের ফসল তুলেছি আমরা, দণ্ডিত হয়েছি অমোঘ দণ্ডে।


তুমি তোমার দাসের সঙ্গে স্থাপিত সন্ধিচুক্তি করেছ অস্বীকার, তার মুকুট ভূলণ্ঠিত করে করেছ মলিন।


ইসরায়েলের মহত্ত্ব ও মর্যাদা পাখির মত উড়ে পালাবে, তাদের আর কোন সন্তানের জন্ম হবে না, নারীরা গর্ভধারণ করবে না বা গর্ভাধানও হবে না,


আর তোমরা পরিচিত হবে প্রভু পরমেশ্বরের পুরোহিত রূপে, আমাদের আরাধ্য ঈশ্বরের সেবক তোমরা—এই হবে তোমাদের পরিচয়। ভোগ করবে তোমার বহুজাতির ঐশ্বর্য এবং সেই ঐশ্বর্য হবে তোমাদের গৌরবের ধন।


কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোট তারা আমাকে উপহাস করে। এদের পিতৃপিতামহেরা এতই অপদার্থ ছিল যে আমার মেষপালরক্ষক কুকুরদের‍ সঙ্গেও আমি তাদের স্থান দিতাম না।


তিনি প্রশাসকদের বোধবুদ্ধি হরণ করেন, বিচারকদের মূর্খ প্রতিপন্ন করেন।


তিনি পুরোহিতদের অপদস্থ করেন, ক্ষমতাসীনদের করেন উচ্ছেদ।


আমি শোকাচ্ছন্ন, ধারণ করেছি চটের বস্ত্র পরাজিত আমি, বসে আছি আজ ধূলার আসরে।


ধনসম্পদ চিরস্থায়ী নয়, রাজত্ব বংশপরম্পরায় স্থায়ী হয় না।


তার নগর প্রাকার তুমি ভগ্ন করেছ, বিধ্বস্ত করেছ তার দুর্গসমূহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন