Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বার বার তোমরা আমাকে গঞ্জনা দিচ্ছ, আমার সঙ্গে এভাবে অন্যায় ব্যবহার করতে তোমাদের কি লজ্জা হয় না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 এই দশবার আমাকে তিরস্কার করেছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এই নিয়ে দশবার তোমরা আমাকে গঞ্জনা দিয়েছ; নির্লজ্জভাবে আমাকে আক্রমণ করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এই দশবার আমাকে তিরস্কার করিয়াছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এখন তোমরা আমাকে দশবার অপমান করেছো। আমায় আক্রমণের সময় তোমরা লজ্জার লেশমাত্র দেখাও নি!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 এই দশবার তোমরা আমার নিন্দা করেছ; তোমরা লজ্জিত নও যে তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:3
19 ক্রস রেফারেন্স  

কিন্তু তা সত্ত্বেও তিনি আমাকে ঠকিয়েছেন। দশবার তিনি আমার বেতন পরিবর্তন করেছেন,


রাজা যে প্রশ্নই জিজ্ঞাসা করেন বা যে কোন সমস্যাই উত্থাপন করেন, দেখা যায় যে রাজ্যের যে কোন ভবিষ্যৎ-বক্তা বা জাদুকরের চেয়ে এই চারজন সে বিষয়ে দশগুণ বেশী অবগত।


বন্ধু ও স্বজনের কাছে আজ আমি অপরিচিত, সহোদরদের কাছেও ভিনদেশী আমি।


আমার স্ত্রীর কাছে আমার নিঃশ্বাস পর্যন্ত অসহ্য। আমার সহোদর ভাইয়েরা ঘৃণা করে আমাকে।


তখন যে ইহুদীরা তাদের কাছাকাছি বাস করত, তারা বার বার এসে আমাদের সতর্ক করে বলল, তোমরা যে দিকেই যাও না কেন তারা তোমাদের আক্রমণ করবে।


তোমার মধ্যে থেকে সমস্ত অধর্ম ও মন্দতা দূর কর, তোমার আবাস থেকে দূর কর সমস্ত অনাচার।


ইয়োব তুমি কি ভেবেছ তোমার প্রলাপোক্তির কোন উত্তর আমরা দিতে পারব না? তোমার ব্যঙ্গ-বিদ্রূপ আমাদের নীরব করে দেবে?


এই লোকেরা কেউ সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে না। এরা মিশরে ও মরুপ্রান্তরে আমার অলৌকিক প্রতাপ ও পরাক্রম দেখেও বার বার আমার ধৈর্যের পরীক্ষা করেছে, আমার কথা গ্রাহ্যই করে নি।


আমি তোমাদের এমন খাদ্যসঙ্কটের মধ্যে ফেলব যে, দশজন স্ত্রীলোক একটি মাত্র উনুনে রুটি তৈরী করবে এবং ওজন করে তোমাদের রুটি বন্টন করবে। তা খেয়ে তোমাদের পেট ভরবে না।


যোষেফ তাঁর ভাইদের দেখে চিনতে পারলেন কিন্তু এমন ভাণ করলেন যেন তাদের চেনেন না। তিনি রুক্ষ স্বরে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা কনান দেশ থেকে খাদ্যশস্য কিনতে এসেছি।


যদি আমি ভুল করেই থাকি তাহলে সে ভুলে আমারই ক্ষতি, তাতে তোমাদের কি আসে যায়?


তোমার কথা অপমানজনক, আমি জানি, এর উত্তরে কি বলতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন