Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 18:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তুমি কেন আমাদের গরু-ছাগলের মত নির্বোধ মনে করছ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমরা কি জন্য পশু হিসেবে গণিত হয়েছি, তোমাদের দৃষ্টিতে নাপাক হয়েছি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমাদের কেন গবাদি পশুর মতো মনে করা হচ্ছে ও তোমাদের নজরে নির্বুদ্ধি বলে গণ্য করা হচ্ছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমরা কি নিমিত্ত পশুবৎ গণিত হইয়াছি, তোমাদের দৃষ্টিতে অশুচি হইয়াছি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কেন আমরা পশুর মত গণ্য হচ্ছি; কেন আমরা তোমার চোখে বোকার মত হয়েছি?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 18:3
9 ক্রস রেফারেন্স  

অজ্ঞ ও মূর্খ আমি তোমার দৃষ্টিতে ছিলাম নির্বোধ পশুর সমান।


কিন্তু তারা বার বার এসে আমার সামনে দাঁড়ালেও তাদের মধ্যে একজনকেও আমি জ্ঞানী বলে মনে করি না।


যেহেতু তুমি তাদের বোধবুদ্ধি লোপ করেছ সেই হেতু আমার উপর তুমি তাদের জয়ী হতে দিও না।


তোমরা পরস্পরকে ভাইয়ের মত ভালবাস। অন্যকে নিজের চেয়ে শ্রেয় মনে করে সম্মান কর।


আমি এলাম আরও এক সিদ্ধান্তে, নানান পরীক্ষার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দেখাতে চান আমরা নিছক পশু মাত্র।


বেত্রাঘাতের সংখ্যা চল্লিশ পর্যন্ত হতে পারবে, তার বেশী নয়। তার বেশী আঘাত করলে তোমার স্বজাতীয় ভাই জনসমক্ষে অপদস্থ হবে।


ইয়োব, আর কতক্ষণ তুমি এইসব কথা বলবে? তুমি থাম, আমাদের কিছু বলতে দাও।


ক্রোধের বশে তুমি নিজেকে ক্ষতবিক্ষত করছ, কিন্তু তোমরা ক্রোধের জন্য কি পরিত্যক্ত হবে পৃথিবী? অথবা তোমাকে তুষ্ট করার জন্য ঈশ্বর কি অপসারিত করবেন পর্বতমালাকে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন