Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 18:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ইয়োব, আর কতক্ষণ তুমি এইসব কথা বলবে? তুমি থাম, আমাদের কিছু বলতে দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমরা কত কাল মুখের কথা ধরতে জাল পাতবে? বিবেচনা কর, পরে আমরা জবাব দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “তোমাদের এই বক্তৃতা কখন শেষ হবে? বিচক্ষণ হও, ও পরে আমরা কিছু বলব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা কত কাল বাক্য ধরিতে জাল পাতিবে? বিবেচনা কর, পরে আমরা উত্তর করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে? শান্ত হও এবং শোন। আমাদের কিছু বলতে দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “তোমার কথা শেষ কর! বিবেচনা কর এবং পরে আমরা কথা বলব।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 18:2
12 ক্রস রেফারেন্স  

প্রিয় বন্ধুগণ, শোন, তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক্‌ সংযত কর, অল্পে ক্রুদ্ধ হয়ো না।


কোন কথার উত্তর দেওয়ার আগে তা শোনা উচিত, যে না শোনে সে মূর্খ, তার এ আচরণ অপমানজনক।


মাননীয় ইয়োব, এখন আমার কথায় মনোযোগ দিন আমার বাক্যে কর্ণপাত করুন।


এই সব কথার কেউ কি কোন উত্তর দেবে না? এই বাক্‌সর্বস্ব লোকই কি ধার্মিক বলে পরিগণিত হবে?


তুমি আর কতক্ষণ এসব কথা বলবে? ঝড়ের মত বয়ে যাবে তোমার মুখের বাক্য?


কবরে দুষ্ট লোকদের দুষ্কর্ম ক্ষান্ত হয়, পরিশ্রান্ত লোকেরা পায় বিশ্রাম।


এ কথার পর শুহা নিবাসী বিলদদ্‌ বললেনঃ


তুমি কেন আমাদের গরু-ছাগলের মত নির্বোধ মনে করছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন