Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 17:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 শোক আজ আমাকে প্রায় অন্ধ করে দিয়েছে, আমার শীর্ণ অঙ্গপ্রত্যঙ্গ হয়েছে ছায়ার মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আমার চোখ মনস্তাপে নিস্তেজ হয়েছে, আমার সর্বাঙ্গ ছায়ার মত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 বিষাদে আমার চোখ অস্পষ্ট হয়ে গিয়েছে; আমার সমগ্র শরীর নিছক এক ছায়ামাত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আমার চক্ষু মনস্থাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্ব্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমার চোখ প্রায় অন্ধ হয়ে গেছে কারণ আমি প্রচণ্ড দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি। আমার সারা দেহ প্রচণ্ড শীর্ণ হয়ে ছায়ার মতো হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আমার চোখ দুঃখে ক্ষীণ হয়েছে; আমার শরীরের সমস্ত অংশ ছায়ার মত হয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 17:7
10 ক্রস রেফারেন্স  

কেঁদে কেঁদে রক্তিম হয়েছে আমার মুখ, ফুলে গেছে চোখ, চোখের কোলে পড়েছে গভীর কালিমা।


শত্রুর নির্যাতনে গভীর বেদনায় কেঁদে কেঁদে নিভে এসেছে আমার নয়নের আলো, দৃষ্টি হয়েছে ক্ষীণ।


অন্তর আজ দুঃসহ তিক্ততায় গিয়েছে ভরে, চোখের জলে দৃষ্টি হয়েছে ক্ষীণ।


ছায়াসম বিলীয়মান এই ক্ষণস্থায়ী অসার জীবনে মানুষের পক্ষে মঙ্গলজনক কি, তা কে পারে বলতে? মানুষের মৃত্যুর পরে এ জগতে কি ঘটবে তা-ই বা কে বলতে পারে?


বিলীয়মান ছায়ার মতই আমি বিগতপ্রায়, পতঙ্গের মত নিক্ষিপ্ত।


আমাকে বন্দী করেছ তুমি তুমি আমার বিরোধী হয়ে দাঁড়িয়েছ। আমি অস্থিচর্মসার হয়েছি, লোকের কাছে আমার এই অবস্থা অপরাধের প্রমাণ বলে গৃহীত হয়েছে।


আমার বন্ধুরা আমাকে উপহাস করছে, আমি অশ্রু নিবেদন করছি ঈশ্বরের কাছে।


আমার দেহ কীটে-পরিপূর্ণ, দুষ্টক্ষতে ভরে গেছে ক্ষত থেকে ঝরছে পুঁয।


দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে, প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন