Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 17:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে ঈশ্বর, আন্তরিকভাবে আমি বলছি আমার কথা গ্রাহ্য কর, আমার কথা সমর্থন করার মত কেউ একজনও নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আরজ করি, তুমি অঙ্গীকার কর, তোমার কাছে তুমিই আমার জামিন হও; আর কে আছে যে, আমার জামিন হবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 “হে ঈশ্বর, আমার কাছে অঙ্গীকার করো। আর কে-ই বা আমার জন্য জামিনদার হবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 বিনয় করি, তুমি অঙ্গীকার কর, তোমার কাছে তুমিই আমার প্রতিভূ হও; আর কে আছে যে, আমার হাতে তালী দিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “ঈশ্বর, আমাকে মুক্ত করার মূল্য দিন। আর কেউ আমায় সাহায্য করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 “এখন একটা অঙ্গীকার কর, নিজের কাছে আমার জন্য জামিনদার হও; আর কে আছে যে আমায় সাহায্য করবে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 17:3
12 ক্রস রেফারেন্স  

সুতরাং যীশু যে সম্বন্ধ স্থাপনের নিশ্চয়তা দান করেছেন তা কত মহত্তর।


কন্ঠস্বর আমার হয়ে গেল অতি ক্ষীণ, কপোতের মত কুহরি কেঁদেছি বেদনায়! স্বর্গের পানে চেয়ে চেয়ে ক্লান্ত নয়ন আমার এ বিষম যাতনা হতে উদ্ধার কর আমায় হে প্রভু পরমেশ্বর।


অচেনা লোকের জামিন হওয়া বিপজ্জনক, এক্ষেত্রে যে রাজী হয় না সে নিশ্চিন্ত থাকে।


তোমার এ দাসের মঙ্গলের ভার তুমি নাও, দাম্ভিকেরা যেন অত্যাচার উৎপীড়ন না করে আমায়।


মহাশয়, এই ছেলেটির জন্য জামিন হয়ে আমি পিতাকে বলেছিলাম, যদি আমি একে ফিরিয়ে আনতে না পারি তাহলে সারাজীবন আমি আপনার কাছে অপরাধী হয়ে থাকব।


আমিই তার জামিন রইলাম, আপনি ওর জন্য আমাকেই দায়ী করবেন। আই যদি ওকে আপনার কাছে ফিরিয়ে না আনতে পারি তাহলে আমি সারা জীবন আপনার কাছে অপরাধী হয়ে থাকব।


কিন্তু আমাদের মধ্যে মধ্যস্থ হওয়ার কেউ নেই। কেউ নেই ঈশ্বর ও আমার বিচার করার।


অন্যের ঋণ শোধের প্রতিশ্রুতি দিও না,


কোন অপরিচিতের দেনার জন্য কেউ জামিন হলে সেই দেনার দায়ে তাকে নিজস্ব সম্পত্তি বন্ধক রেখেও দেনা শোধ করতে হয়।


বুদ্ধিহীন লোকই অন্যের দেনা শোধের প্রতিশ্রুতি দেয়, সকলের সামনে তার জামিন হয়।


তাই যদি কর তবে দারিদ্র্য দস্যুর মত তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মত চড়াও হবে।


এলিফস বলে চললেনঃ ইয়োব সবাইকে ডেকে একথা বল, দেখ কেউ উত্তর দেয় কিনা। এমন কোন স্বর্গদূত আছে কি যার দিকে তুমি সাহায্যের আশায় তাকাবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন