Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 17:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমার বন্ধুরা রাতকে দিন করে, বলে, অন্ধকারের কাছেই রয়েছে আলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 এরা রাতকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 রাতকে দিনে পরিণত করে; অন্ধকার সরাসরি আলোর কাছে চলে আসে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 ইহারা রাত্রিকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 কিন্তু আমার বন্ধুরা সব গুলিয়ে ফেলেছে। তারা ভাবে রাতটাই দিন। তারা ভাবে অন্ধকারই আলোকে দূর করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 এই লোকেরা, এই উপহসকেরা, রাতকে দিনের পরিবতন করে; সেই আলোকে, তারা বলে, তা অন্ধকারের কাছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 17:12
7 ক্রস রেফারেন্স  

তোমাদের মনের ভীতি ও যে সব দৃশ্য তোমরা চোখে দেখবে তার জন্য প্রতিদিন সকালে তোমরা বলবে, ‘হায় ঈশ্বর! এখন যদি সন্ধ্যা হত।’—এবং প্রতি সন্ধ্যায় তোমরা বলবে, ‘হায় ঈশ্বর! এখন যদি সকাল হত—’।


আমার দিন গত হয়েছে, ব্যর্থ হয়েছে আমার সমস্ত পরিকল্পনা, কোন আশাই আর আমার নেই।


কিন্তু আমি জানি পাতালেই আমি থাকব মৃতলোকই আমার একমাত্র আশা, যেখানে অন্ধকারেই আমি পাতব শয্যা, ডুবে যাব নিদ্রায়।


তোমাদের শিয়রে সর্বনাশ! তোমরা মন্দকে ভাল আর ভালকে মন্দ বলে থাক। তোমরা অন্ধকারকে আলোতে এবং আলোকে অন্ধকারে পরিণত কর। যা কিছু তিক্ত, তাকে মিষ্ট আর মিষ্টকে তোমরা তিক্ত করে তোল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন