Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 15:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 এর পরে তেমান নিবাসী এলিফস বললেনঃ সব ভুয়ো কথা ইয়োব, সব অসার কথা!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তখন তেমনের ইলীফস ইয়োবকে উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিলেন এবং বললেন,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 15:1
7 ক্রস রেফারেন্স  

ইয়োবকে এই সব কথা বলার পর প্রভু পরমেশ্বর তেমান নিবাসী এলিফসকে বললেন, তোমার এবং তোমার দুই বন্ধুর উপর আমি ক্রুদ্ধ হয়েছি। কারণ আমার দাস ইয়োব যেমন বলেছে, তোমরা আমার সম্পর্কে তেমন যথার্থ কথা বলনি।


ইয়োবের তিন বন্ধু ছিলেন, তেমান নিবাসী এলিফস, শুহানিবাসী বিল্‌দদ ও নামাহ নিবাসী সোফর। এঁরা ইয়োবের দুর্দশার কথা শুনে তাঁকে দেখতে ও সান্ত্বনা দিতে এলেন।


তখন তেমান নিবাসী এলিফস, শুহা নিবাসী বিলদদ্‌ এবং নামাথ নিবাসী সোফর প্রভুর নির্দেশ অনুযায়ী কাজ করলেন এবং প্রভু পরমেশ্বর ইয়োবের বিনতি গ্রাহ্য করলেন।


এর পরে তেমান নিবাসী এলিফস বললেনঃ কোন মানুষ-সে যদি শ্রেষ্ঠ জ্ঞানীও হয়, তাতে ঈশ্বরের কি লাভ?


তেমান নিবাসী এলিফস তখন ইয়োবকে সম্বোধন করে বললেনঃ


সে শুধু অনুভব করে নিজের দেহযন্ত্রণা ও মনোবেদনা।


কোন জ্ঞানী ব্যক্তি কি এভাবে তোমার মত হালকা জ্ঞানের কথা বলতে পারে? অর্থহীন কথায় আত্মপক্ষ সমর্থন করতে পারে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন