Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা যা জান, আমিও তা জানি, তোমাদের চেয়ে আমি নিকৃষ্ট নই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমরা যা জান, আমিও জানি, আমি তোমাদের থেকে নিকৃষ্ট নই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমরা যা জানো, আমিও তা জানি, আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা যাহা জান, আমিও জানি, আমি তোমাদের হইতে নিকৃষ্ট নহি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তুমি যা জানো আমিও তাই জানি। আমিও তোমার মতই জানি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমরা কি জান, সেই একই বিষয় আমিও জানি; আমি তোমাদের থেকে কিছু কম নই।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:2
12 ক্রস রেফারেন্স  

তোমাদের মত বোধবুদ্ধি আমারও আছে তোমাদের চেয়ে কোন অংশে আমি নিকৃষ্ট নই। তোমরা যা বলেছ সে কথা কে না জানে?


আমি নির্বোধের মত আচরণ করেছি, তোমরাই আমাকে এরকম করতে বাধ্য করেছ। কারণ তোমাদের উচিত ছিল আমার সুখ্যাতি করা। যদিও আমি নগণ্য তবুও সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে নিকৃষ্ট নই।


ইয়োবকে এই সব কথা বলার পর প্রভু পরমেশ্বর তেমান নিবাসী এলিফসকে বললেন, তোমার এবং তোমার দুই বন্ধুর উপর আমি ক্রুদ্ধ হয়েছি। কারণ আমার দাস ইয়োব যেমন বলেছে, তোমরা আমার সম্পর্কে তেমন যথার্থ কথা বলনি।


শুনুন, তাঁর বজ্রকণ্ঠের নিনাদ, তাঁর মুখের গুরুগর্জন শুনুন!


সেই হেতু আপনি অসার কথা বলে চলেছেন, অজ্ঞের মত বৃথা বাক্যব্যয় করছেন।


ইয়োব অজ্ঞের মত কথা বলছেন, তাঁর বক্তব্য অন্তঃসার শূন্য।


আমি কিন্তু এ অবস্থায় ঈশ্বরকেই অন্বেষণ করতাম তাঁর কাছেই জানাতাম আমার অভিযোগ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন