Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 আমি আমার অভিযোগ পেশ করার জন্য প্রস্তুত, আমি জানি বিচারে আমার জয় সুনিশ্চিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করলাম; আমি জানি যে, আমি নির্দোষ হবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি, তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম; আমি জানি যে, আমি নির্দ্দোষ হইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত। আমি খুব সতর্কভাবে আমার যুক্তি উত্থাপন করবো। আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি; আমি জানি যে আমি নির্দোষ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:18
17 ক্রস রেফারেন্স  

তাহলে তাঁর কাছে আমার অভিযোগ পেশ করতাম, আমার পক্ষের সব যুক্তিতর্ক উপস্থিত করতাম।


একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও একথা সমর্থন করে যে আমরা জগতে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ঈশ্বরের কথা মনে রেখে সরল ও আন্তরিক ব্যবহার করেছি। ঈশ্বরের অনুগ্রহেই আমরা পরিচালিত, জাগতিক জ্ঞানবুদ্ধিতে নয়।


চল আমরা বিচার সভায় যাই, আনো তোমার অভিযোগ! প্রমাণ কর, তুমি নির্দোষ!


মানুষ যেমন তার বন্ধুর পক্ষে ওকালতি করে, আমি চাই আমার পক্ষে তেমনি কেউ একজন ঈশ্বরের কাছে আমার জন্য ওকালতি করুক।


আমি নির্দোষ ও বিশ্বস্ত। কিন্তু তবুও আমার মুখের কথাগুলি দোষীর কথার মত শোনায়। যা-ই আমি বলি না কেন তাতেও আমি অপরাধী সাব্যস্ত হব।


আমার প্রতি আর অবিচার করো না অপরাধী সাব্যস্ত করো না আমাকে আমি কোন অন্যায় করিনি।


আমি নির্দোষ, কিছুরই পরোয়া করি না, জীবনে আমার চরম ঘৃণা এসে গেছে।


তুমি তো জান, আমি দোষী নই, তোমার হাত থেকে আমাকে উদ্ধার করারও কেউ নেই।


আমি এখন আমার বন্ধু-বান্ধবদেরও উপহাসের পাত্র। একদিন ছিল, যখন আমি ঈশ্বরকে ডাকতাম, এবং তিনি আমায় উত্তর দিতেন, কিন্তু এখন আমি ন্যায়নিষ্ঠ ও নির্দোষ হওয়া সত্ত্বেও সকলের উপহাসের পাত্র।


সুতরাং আমার কথা মনোযোগ দিয়ে শোন, আমার বক্তব্য তোমাদের কর্ণকুহরে প্রবেশ করুক।


আমি আমার ধার্মিকতা বজায় রাখব কোনমতেই পরিত্যাগ করব না, আমার বিবেক আমাকে কোনদিন দোষী করে নি।


ইয়োব নিজের বিচারে নিজেকে ধার্মিক বলে মনে করায় ঐ তিন ব্যক্তি আর কোন কথা বললেন না।


আমি শুচিশুদ্ধ, নিরপরাধ, আমি নির্মল, কোন অধার্মিকতা আমার মধ্যে নেই।


ইয়োব বলেছেন, আমি ধার্মিক, ঈশ্বর আমার প্রতি ন্যায়বিচার করছেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন