Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তোমাদের বচনমালা অসার ভস্মের মত, তোমাদের যুক্তিতর্ক মাটির কেল্লার মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তোমাদের স্মরণীয় শ্লোকমালা ছাইয়ের মত অর্থহীন, তোমাদের সমস্ত দুর্গ কাদার মত নরম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ; তোমাদের দুর্গ মাটির কেল্লা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ, তোমাদের দুর্গ সকল কর্দ্দম-দুর্গ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইয়ের মতই অকেজো। তোমাদের উত্তরগুলিও কাদামাটির মতো নিরর্থক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তোমাদের স্মরণীয় প্রবাদবাক্য ছাই দিয়ে তৈরী করে; তোমাদের দূর্গ হল মাটির তৈরী দূর্গ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:12
16 ক্রস রেফারেন্স  

আমরা জানি আমাদের এই মর্ত্য দেহরূপ পার্থিব শিবির যদি ধ্বংস হয়ে যায় তাহলেও ঈশ্বর নিরূপিত এক শিবির আমাদের জন্য রয়েছে। এ শিবির হস্তনির্মিত নয়, কিন্তু চিরস্থায়ী ও স্বর্গে অবস্থিত।


আজ তারা মৃত, আর কোনদিনই তারা উঠবে না বেঁচে, তাদের আত্মারা আসবে না ফিরে আর, কারণ তুমি দণ্ডদান করেছ, সংহার করেছ তাদের, হারিয়ে গেছে তারা বিস্মৃতির আঁধারে।


ধার্মিক চিরস্মরণীয়, তার স্মৃতি আশীর্বাদ স্বরূপ, কিন্তু দুর্জনের স্মৃতি অভিশপ্ত।


সেগুলি সতত থাকুক প্রভুর স্মরণে, তার স্মৃতি তিনি লুপ্ত করুন পৃথিবী থেকে।


কিন্তু হে প্রভু পরমেশ্বর তুমি সিংহাসনে চিরতরে সমাসীন, যুগে যুগে স্থায়ী তোমার গৌরব।


প্রভু পরমেশ্বর দুষ্কৃতীদের প্রতি চরম বিমুখ মুছে ফেলবেন তাদের সকল স্মৃতি পৃথিবীর বুক থেকে।


পৃথিবী থেকে তার স্মৃতি হবে লুপ্ত কেউ তার নাম আর করবে না।


তাহলে মাটি দিয়ে গড়া যে প্রাণী ধূলি থেকেই যার উৎপত্তি, পতঙ্গের মতই যে পিষ্ট হয়, তাকে তিনি কি করে বিশ্বাস করবেন?


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ঘটনা স্মরণে রাখার জন্য এর বিবরণ একটি পুস্তকে লিপিবদ্ধ করে রাখ। যিহোশূয়কে তুমি বল যে ধরাপৃষ্ঠ থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন আমি নিঃশেষে মুছে ফেলব।


অব্রাহাম বললেন, দেখুন আমি তো ধূলিকণা ও ভস্ম মাত্র, কিন্তু তবুও প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার সাহস করছি,


প্রভু পরমেশ্বর তখন মাটি দিয়ে মানুষ গড়লেন এবং তার নাসিকায় আপন প্রশ্বাসে প্রাণবায়ু সঞ্চারিত করলেন । তখন মানুষ পরিণত হল এক সজীব সত্তায়।


তাঁর প্রতাপে তোমরা ভীত হবে, তোমাদের উপর নেমে আসবে তাঁর সন্ত্রাস।


তোমরা নীরব হও, কথা বলতে আমাকে দাও, তাতে আমার ভাগ্যে যা ঘটে ঘটুক।


এর পরে ইয়োব আরও বললেনঃ যিনি আমার সুবিচার করেন নি সেই জীবন্ত ঈশ্বরের দিব্য, যিনি আমার প্রাণ তিক্ত করে তুলেছেন সেই সর্বশক্তিমানের দিব্য,


ইয়োব আরও বললেনঃ


এই যদি হয়, তাহলে তোমরা ফাঁকা কথায় আমাকে কি সান্ত্বনা দেবে? তোমাদের সব কথাই মিথ্যা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন