Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 12:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু বনের পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমাদের শিক্ষা দেবে, আকাশের পাখিরাও শিক্ষা দেবে তোমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 পশুদেরকে জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিক্ষা দেবে; আসমানের পাখিদেরকে প্রশ্ন কর, তারা তোমাকে বলে দেবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে, বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পশুদিগকে জিজ্ঞাসা কর, তাহারা তোমাকে শিক্ষা দিবে; আকাশের পক্ষীগণকে জিজ্ঞাসা কর, তাহারা তোমাকে বলিয়া দিবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমায় শিক্ষা দেবে। কিংবা, আকাশের পাখীদের জিজ্ঞাসা কর, তারা তোমায় বলে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কিন্তু এখন পশুদের জিজ্ঞাসা কর আর তারা তোমাকে শিক্ষা দেবে; আকাশের পাখিদের জিজ্ঞাসা কর আর তারা তোমাকে বলবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 12:7
11 ক্রস রেফারেন্স  

পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।


হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য কর, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন কর।


বলাকা, কপোত ও চাতকেরাও জানে তাদের নীড়ে ফেরার সঠিক সময়, কিন্তু আমার প্রজারা জানে না সেই বিধান যার দ্বারা আমি তাদের শাসন পরিচালনা করি।


তাঁর অদৃশ্য প্রকৃতি, অর্থাৎ তাঁর সনাতন শক্তিমত্তা এবং ঐশী সত্তা তাঁর সৃষ্ট সমস্ত বস্তুর মধ্যে সৃষ্টির পত্তন থেকেই সুস্পষ্টভাবে অভিব্যক্ত। কাজেই নিজেদের আচরণের সমর্থনে কোন কৈফিয়ৎ তাদের নেই।


চোর এবং ঈশ্বরবিদ্বেষী লোকেরা শান্তিতে বসবাস করে নিজেদের বুদ্ধি ও বাহু বলই তাদের ঈশ্বর


জল ও স্থলের প্রাণীদের কাছে জিজ্ঞাসা কর, তারাও তোমাদের এসব কথা বুঝিয়ে দেবে।


ঈশ্বর সৃষ্টি করলেন বৃহদাকার সামুদ্রিক জীব এবং বিভিন্ন শ্রেণীর জলচর প্রাণী । তারা দলে দলে জলধিবক্ষে বিচরণ করতে লাগল । তিনি সৃষ্টি করলেন বিভিন্ন জাতির পক্ষীকুল ।


ঈশ্বর এইভাবে বিভিন্ন জাতির বন্য ও গৃহপালিত পশু এবং বিভিন্ন জাতির ভূচর প্রাণী ও সরীসৃপ সৃষ্টি করলেন । ঈশ্বর দেখলেন, সবই চমৎকার ।


প্রাচীনদের কাছ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে, গ্রহণ করতে হবে তাঁদের জ্ঞানভাণ্ডারে সঞ্চিত জ্ঞান।


পৃথিবীতে চার প্রকার প্রাণী আছে, যারা আকারে অতি ক্ষুদ্র হলেও বুদ্ধি তাদের প্রখর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন