Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 10:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তাহলে কেন তুমি আমার সমস্ত পাপের সন্ধান করছ? খুঁজে বের করছ আমার প্রতিটি দোষ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সেজন্য কি আমার অপরাধের অনুসন্ধান করছো, আমার গুনাহ্‌র খোঁজ করছো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যে তোমাকে আমার দোষ খুঁজে বেড়াতে হবে ও আমার পাপ প্রমাণ করতে হবে—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সেই জন্য কি আমার অপরাধের অনুসন্ধান করিতেছ, আমার পাপের অন্বেষণ করিতেছ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আপনি আমার দোষ দেখেন এবং আমার পাপ অন্বেষণ করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যে তুমি আমার অপরাধের অনুসন্ধান করছ এবং আমার পাপ খুঁজছ,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 10:6
13 ক্রস রেফারেন্স  

তখন তিনি প্রদীপ জ্বেলে জেরুশালেমের কোণে কোণে খুঁজবেন তাদের। যারা আত্মতুষ্টির নেশায় বিভোর হয়ে নিরুদ্বেগে কাল যাপন করে আর ভাবে, পরমেশ্বর ভাল কি মন্দ কিছুই করেন না,তাদের উপর নেমে আসবে তাঁর মহাদণ্ড।


দস্যুর রক্তে নয়, নিরপরাধ দীন-দরিদ্রের রক্তেই তোমার পোশাক কলঙ্কিত। কিন্তু এসব সত্ত্বেও


তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।


চূর্ণ কর তুমি দুর্জন ও দুষ্কৃতীর ক্ষমতা, দণ্ড দাও তাদের অপকর্মের যতক্ষণ না সে নিবৃত্ত হয় অপকর্ম থেকে।


তখন তুমি আমার প্রতিটি পদক্ষেপ গণনা করবে, কিন্তু আমার পাপের হিসাব রাখবে না।


সেই জন্য প্রভুর আগমনের নির্ধারিত লগ্নের আগে তোমরা কারো বিচার করো না। তিনিই অন্ধকারে আবৃত সমস্ত বিষয় আলোকে উদঘাটিত করবেন, সকলের মনের ভাবনা চিন্তা ব্যক্ত করবেন। একমাত্র তখনই প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে।


কিন্তু সেখানে থেকেও যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অন্বেষণ কর, যদি সমগ্র মনপ্রাণ দিয়ে তাঁর সন্ধান কর তবে তাঁকে পাবে।


ওগো কারারক্ষক, আমি যদি কোন পাপও করি তাতে তোমার কি আসে যায়? তুমি কেন আমাকে তোমার নিশানা করেছ? বল, আমি কি তোমার তোমার এতই বোঝা?


আমাকে বল, কি কি পাপ ও অন্যায় আমি করেছি? আমাকে জানাও কোন কোন পাপে আমি অভিযুক্ত।


আমার অভিযোগ কোন মানুষের বিরুদ্ধে নয়, আমি কেন অধৈর্য হব না?


ঈশ্বর আপনার কথার উত্তর দিচ্ছেন না বলে আপনি কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন