Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তুচ্ছ মানুষের মতই কি তোমার বিচার? তোমার দৃষ্টি কি নশ্বর মানুষের মত?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমার চোখ কি মানুষের চোখ? তোমার দৃষ্টি কি মানুষের দৃষ্টির মত?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তোমার কি মানুষের মতো চোখ আছে? তুমি কি নশ্বর মানুষের মতো দেখতে পাও?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমার চক্ষু কি মাংসময়? তোমার দৃষ্টি কি মর্ত্ত্যের দৃষ্টির ন্যায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ঈশ্বর, আপনার কি মানুষের চোখ আছে? মানুষ যে ভাবে দেখে আপনিও কি সেই ভাবে দেখেন?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোমার কি মাংসের চোখ? তুমি কি মানুষের মত দেখ?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 10:4
7 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভু পরমেশ্বর শৌলকে বললেন, তুমি এর রূপ বা দৈহিক উচ্চতার দিকে তাকিও না। এ ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যে ভাবে বিচার করে, প্রভু পরমেশ্বর সেভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্য রূপের দিকে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর।


কিন্তু তিনি বললেন, তোমরা মানুষের কাছে নিজেদের ধার্মিক বলে পরিচয় দাও কিন্তু ঈশ্বর তোমাদের অন্তর জানেন। মানুষের চোখে যা প্রশংসনীয়, ঈশ্বরের কাছে তা ঘৃণ্য।


মস্তক ও কেশ শ্বেত পশম ও তুষারের মত শুভ্র, নয়ন যেন বহ্ণিশিখা।


ঈশ্বর যদি আমার মত মানুষ হতেন, তাহলে তাঁকে আমি উত্তর দিতে পারতাম। বিবাদ নিষ্পত্তি করার জন্য আমরা বিচারালয়ে যেতে পারতাম


ঈশ্বর হয়তো তাদের নিরাপত্তা দেন, কিন্তু তাঁর দৃষ্টি সর্বদা তাদের উপরে থাকে।


কেননা তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখেন, আকাশের নীচে সর্ববস্তু তাঁর দৃষ্টিগোচর।


কেননা মানুষের আচরণের প্রতি তাঁর দৃষ্টি আছে, তিনি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন