Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 7:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ইষ্রা প্রভু পরমেশ্বরের বিধি-বিধান অধ্যয়ন, অনুশীলন ও পালনে ব্রতী হলেন এবং ইসরায়েলীদের সেই বিধান শিক্ষাদানে মনোনিবেশ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 কেননা মাবুদের ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইসরাইলে বিধি ও অনুশাসন শিক্ষা দিতে উযায়ের তাঁর অন্তঃকরণ সুস্থির করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 যেহেতু ইষ্রা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইস্রায়েলের লোকেদের কাছে সেই বিধিনির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে, এবং ইস্রায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ইষ্রা প্রভুর বিধিগুলি সম্পর্কে সম্যক জ্ঞানার্জনের জন্য তাঁর জীবনের সমস্ত সময় ব্যয় করেন। তিনি ইস্রায়েলের লোকদের প্রভুর বিধি ও আদেশগুলি শেখাতে ও সম্পাদন করাতে চেষ্টা করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কারণ সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইস্রায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা নিজের হৃদয়কে তৈরী করেছিলেন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 7:10
30 ক্রস রেফারেন্স  

তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।


যে ব্যক্তি আমার এসব কথা শুনে পালন করে সে হল এমন এক বিজ্ঞ লোকের মত যে পাথরের ভিত্তির উপর তার বাড়ি তৈরী করল।


প্রকৃতপক্ষে যাজকের ওষ্ঠাধরই প্রজ্ঞার আধার, লোকে তার মুখ থেকেই উপদেশ শোনে কারণ সে সর্বাধিপতি ঈশ্বরের বার্তাবহ।


এ কথা যদি তোমরা জেনে থাক এবং তা যদি কার্যতঃ পালন কর তাহলে তোমরা হবে ধন্য।


কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ, তাঁর বিধি ব্যবস্থা যার দিবারাত্রির ধ্যান।


আর হে ইষ্রা, তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন, সেই অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের অধিবাসীদের শাসন পরিচালনা করবার জন্য এমন শাসক ও বিচারপতিদের নিযুক্ত কর যাদের ঈশ্বরের বিধান সম্পর্কে সম্যক জ্ঞান আছে।


প্রভু পরমেশ্বরের বিধান অভ্রান্ত, জীবনসঞ্চারী অব্যর্থ তাঁর অনুশাসন, নির্বোধকে করে জ্ঞানবান।


এরাই শিখাবে যাকোবকে তোমার অনুশাসন, ইসরায়েলকে শিখাবে তোমার বিধান। এরা তোমার সম্মুখে জ্বালবে ধূপ, তোমার বেদীতে প্রদান করবে আহুতি।


আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, যাকোব ও ইস্‌হাকের আরাধ্য প্রভু পরমেশ্বর, তোমার প্রজাবৃন্দের অন্তরে এই অকুন্ঠ ভক্তি চিরদিন অক্ষুণ্ণ রাখ এবং তোমার প্রতি তাদের সর্বদা-বিশ্বস্ত রাখ।


হে প্রভু পরমেশ্বর জানি আমি, দীনজনের একান্ত বাসনার কথা শুনবে তুমি, হৃদয়ে দেবে শক্তি তাদের।


ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মোশিকে যে বিধি-বিধান দিয়েছিলেন, সে বিষয়ে ইষ্রা অত্যন্ত পারদর্শী ছিলেন। ইষ্রা তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদধন্য হওয়ায় সম্রাট তাঁকে তাঁর প্রার্থিত সব কিছুই দিয়েছিলেন। সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে ইষ্রা এক দল ইসরায়েলীকে নিয়ে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। দলে ছিলেন যাজক, লেবীয়, গায়ক, দ্বাররক্ষী এবং মন্দিরের সেবক।


তুমি সুস্থ সমীচীন ধর্মতত্ত্ব শিক্ষা দেবে।


আমার জীবন হবে মুক্ত, অবাধ, কারণ আমি নিয়ত পালন করি আদেশ তোমার।


অটল আস্থায় চিত্ত আমার অবিচল, হে ঈশ্বর, আমি মহানন্দে গাইব তোমার প্রশংসাগান।


প্রভু পরমেশ্বরের উপাসনা পরিচালনায় দক্ষতার জন্য রাজা হিষ্কিয় লেবীয়দের প্রশংসা করলেন।


কিন্তু তাহলেও, আপনার মধ্যে কিছু সদগুণ আছে। আপনি প্রজাদের উপাস্য দেবী আশেরার সমস্ত প্রতীক উচ্ছেদ করেছেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করতে চেষ্টা করেছেন।


তিনি মন্দ কাজই করতেন, কোনদিন তিনি প্রভু পরমেশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করেন নি।


তখন শমুয়েল সমগ্র ইসরায়েলকুলকে সম্বোধন করে বললেন, তোমরা যদি সত্যই সর্বান্তঃকরণে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসতে চাও তবে তোমাদের মধ্য থেকে বিদেশীদের দেবতা ও অষ্টারোৎ দেবদেবীদের দূর করে দাও এবং প্রভু পরমেশ্বরের প্রতি তোমাদের চিত্ত একাগ্র কর। একমাত্র তাঁরই সেবা কর কর, তাহলে তিনি ফিলিস্তিনীদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।


দৃঢ়তার সঙ্গে তাদের এইসব নির্দেশ দাও, উৎসাহ দাও, প্রয়োজন মত সমালোচনা কর। তাদের কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে।


কাজেই তাঁকে হতে হবে নির্মল চরিত্রের এমন মানুষ যার একাধিক স্ত্রী নেই। তিনি হবেন সংযমী, বিচক্ষণ, ভদ্র, অতিথিবৎসল এবং সুযোগ্য শিক্ষক।


প্রিয় থিয়ফিল, যীশু যেদিন থেকে শিক্ষাদান ও কাজ আরম্ভ করেছিলেন, সেইদিন থেকে তাঁর স্বর্গে নীত হওয়ার দিন পর্যন্ত সমসত্ বিষয় আমার পুস্তকের প্রথম খণ্ডে লিখেছি। স্বর্গে নীত হওয়ার পূর্বে পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে তিনি তাঁর প্রেরিতরূপে মনোনীত শিষ্যদের প্রয়োজনীয় নির্দেশ দান করেছিলেন।


তোমরা স্মরণে রাখবে যে মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্য তোমরা সযত্নে এই সব বিধি পালন করবে।


জীবন-তরুর অধিকার লাভের জন্য এবং দ্বারপথে নগরে প্রবেশ করার জন্য যারা নিজেদের বসন ধৌত করে, তারাই ধন্য।


নৈতিক বিধানের সামান্যতম নির্দেশও যে অমান্য করে এবং অন্যদেরও তা করতে শিক্ষা দেয়, স্বর্গরাজ্যে তার স্থান হবে সবার নীচে। কিন্তু যে তা পালন করে এবং অন্যদেরও পালন করতে শিক্ষা দেয় স্বর্গরাজ্যে সে হবে মহান।


তোমার অন্তর সরল কর ইয়োব, ঈশ্বরের দিকে মেলে ধর তোমার হাত,


অর্তক্ষস্ত নিম্নবর্ণিত নথি ইষ্রাকে দিলেন। ইষ্রা ছিলেন একাধারে যাজক ও অধ্যাপক। প্রভু পরমেশ্বর যে বিধি-বিধান ও অনুশাসন ইসরায়েলকে দিয়েছিলেন সেই বিষয়ে ছিল তাঁর অগাধ ব্যুৎপত্তি। পত্রের অনুলিপি ছিল এই:


তোমার বিধিব্যবস্থা পালনে আমি কৃতসঙ্কল্প, আজীবন এ আমার পণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন