Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 6:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 মহান ঈশ্বেরর উদ্দেশে হোমের জন্য যুব বৃষ ও মেষশাবক এবং গম, লবণ, দ্রাক্ষারস ও জলপাই তেল ইত্যাদি যা কিছু জেরুশালেমের যাজকদের প্রয়োজন সেগুলি অবশ্যই প্রতিদিন তাদের যোগান দেবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর তাদের প্রয়োজীয় সমস্ত দ্রব্য অর্থাৎ বেহেশতের আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য যুবা ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙ্গুর-রস ও তৈল জেরুশালেমের ইমামদের নিরূপণ অনুসারে অবাধে প্রতিদিন তাদেরকে দেওয়া হোক,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমবলির উৎসর্গের জন্য যা কিছু প্রয়োজন—বলদ, পুংমেষ, মদ্দা মেষশাবক, এবং গম, লবণ, দ্রাক্ষারস, তৈল প্রভৃতি জেরুশালেমের যাজকেরা যা চাইবেন—তা প্রতিদিন যেন সরবরাহ করা হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর তাহাদের প্রয়োজনীয় দ্রব্য সকল অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমার্থে যুবা বৃষ, মেষ ও মেষশাবক, এবং গোম, লবণ, দ্রাক্ষারস ও তৈল যিরূশালেমস্থ যাজকদের নিরূপণানুসারে অবাধে দিন দিন তাহাদিগকে দত্ত হউক,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9-10 স্বর্গের ঈশ্বরের মন্দিরে উৎসর্গ করবার জন্য যা যা লাগবে সবই ওদের দাও। জেরুশালেমের যাজকদের যদি ষাঁড়, মেষ, পাঁঠা, এমন কি গম, নুন, দ্রাক্ষারস অথবা তেল এসবের প্রয়োজন হয় তবে এসবই ওদের প্রত্যেক দিন দিও; এর যেন অন্যথা না হয়। তাহলে তারা হয়ত স্বর্গের ঈশ্বরকে সুগন্ধ সম্বলিত হোম উৎসর্গ করবে এবং ঈশ্বরের কাছে আমার ও আমার পুত্রদের জন্য প্রার্থনা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আর তাদের প্রয়োজনীয় জিনিস পত্র অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমের জন্য যুবক ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙ্গুর রস ও তেল যিরূশালেমে যাজকদের প্রয়োজন অনুসারে বিনা বাধায় প্রত্যেক দিন তাদেরকে দেওয়া হোক,

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 6:9
13 ক্রস রেফারেন্স  

যদি সে তার পাল থেকে মেষ কিম্বা ছাগ হোমের জন্য উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিঁখুত একটি পুংশাবক সংগ্রহ করতে হবে।


অগ্নিদহনে প্রত্যেককে শুচিশুদ্ধ হতে হবে, যেমন নিবেদিত বলিকে লবণাক্ত করে শুচি করা হয়।


নৃপতিবৃন্দ হবে তোমার পালক পিতা, রাণীরা হবে ধাত্রীস্বরূপা জননী তোমার। নতশিরে তারা সম্মান জানাবে তোমায়, সসম্ভ্রমে আনত হবে তারা সম্মুখে তোমার। তখনই জানবে তুমি , আমিই প্রভু পরমেশ্বর! যারা আমার ভরসায় থাকে, কখনও হতাশ হবে না তারা।


কিছু লোককে নিযুক্ত করা হয়েছিল মন্দিরের পবিত্র আসবাবপত্র তত্ত্বাবধান ও সুজি, সুরা, জলপাই তেল, সুগন্ধি ধূপ ও মশলার ভাণ্ডারের দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল।


তিনি হারোণকে বললেন, তুমি প্রয়শ্চিত্ত বলির জন্য নিখুঁত একটি বৃষ ও হোমবলির জন্য একটি মেষ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপস্থিত কর।


আমার নির্দেশ—মন্দির নির্মাণ কার্যে আপনারা তাঁদের সাহায্য করুন। পশ্চিম ইউফ্রেটিস প্রদেশে যে কর আদায় হয়, সেই অর্থ দিয়েই যেন নির্মাণের সকল ব্যয় বহন করা হয়, যেন নির্মাণকার্য অব্যাহত থাকে।


এ সমস্ত তাঁদের দিতে হবে যেন তাঁরা মহান ঈশ্বরের কাছে বলি ও সুরভি নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং রাজা ও তাঁর পুত্রদের কল্যাণ কামনা করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন