Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 6:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তখন সম্রাট দারায়ুস এই নির্দেশ পাঠালেনঃ পশ্চিম ইউফ্রেটিসের রাজ্যপাল তত্তনয়, পশ্চিম ইউফ্রেটিসের শথর-বোষণয় ও আপনার সহকর্মী রাজকর্মচারীবৃন্দ:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 অতএব হে নদী-পারস্থ শাসনকর্তা তত্তনয়, শথর-বোষণয় ও নদীপারস্থ তোমাদের সঙ্গী অফর্সখীয়েরা, তোমরা এখন সেখান থেকে দূরে থাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 অতএব ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় এবং সেই প্রদেশে তাদের সহরাজকর্মচারীবৃন্দ আপনারা সকলে এই বিষয় থেকে দূরে থাকুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 অতএব হে নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় ও নদী-পারস্থ তোমাদের সঙ্গী অফর্সখীয়েরা, তোমরা এখন তথা হইতে দূরে থাক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমি, দারিয়াবস, ফরাৎ নদীর পশ্চিমাঞ্চলের রাজ্যপাল তত্তনয়কে, শথর-বোষণয়কে ও অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের জেরুশালেম থেকে সরে যেতে আদেশ দিচ্ছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 অতএব নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথর-বোষণয় ও নদীর পারের তোমাদের সঙ্গী অফর্সখীয়েরা, তোমরা এখন সেখান থেকে দূরে থাক৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 6:6
14 ক্রস রেফারেন্স  

প্রায় সঙ্গে সঙ্গেই পশ্চিম ইউফ্রেটিস প্রদেশের রাজ্যপাল তত্তনয়, শথর বোষণয় এবং অন্যান্য রাজকর্মচারীরা জেরুশালেমে গিয়ে তাঁদের কাছে কৈফিয়ৎ চেয়ে বললেন, কার হুকুমে তোমরা এই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেছ?


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


যে পত্রটি তাঁরা পাঠিয়েছিলেন, সেটি নিম্নরূপ:


প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দিয়েছেন নির্বাসনে পাঠিয়ে। তিনি তাদের প্রচণ্ড পূবালী ঝড়ের সঙ্গে উড়িয়ে নিয়ে গেছেন।


নদীর স্রোতের গতির মত রাজার মতিগতিও পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন, তিনি তাকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করেন।


ক্রোধে অভিভূত হলেও মানুষ করবে তোমার স্তুতি, অবশিষ্ট থাকবে যারা যুদ্ধ শেষে মুখরিত হবে তারা তোমার আনন্দ উৎসবে।


হে প্রভু পরমেশ্বর, আমার বিনতি শোন, শোন তোমার দাসেদের প্রার্থনা, এরা আনন্দ সহকারে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে। আমাকে সফলতা দাও এবং সম্রাটের দৃষ্টিতে আমাকে অনুগ্রহভাজন কর। সেই সময় আমি রাজার পানপাত্র বাহক ছিলাম।


সর্বশক্তিমান ঈশ্বর সেই ব্যক্তির মনে তোমাদের জন্য করুণা সঞ্চার করুন যেন তিনি তোমাদের অন্য ভাই ও বিন্যামীনকে ছেড়ে দেন। আর আমাকে যদি একান্তই পুত্রহীন হতে হয় তবে তা-ই হব।


তোমার নাম হবে ইসরায়েল (ঈশ্বরের সঙ্গে যে যুদ্ধ করে)। কারণ তুমি ঈশ্বর ও মানুষের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ। যাকোব তখন তাঁকে বললেন, দয়া করে আপনার নাম বলুন।


রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় ও তাঁদের সহযোগিগণ, বিচারপতিগণ এবং অন্যান্য সকল রাজকর্মচারী পত্রটি প্রেরণ করেছিলেন। এঁরা ছিলেন পারস্য, এরেক, ব্যাবিলন এবং শুশনে বসবাসকারী এলমের অধিবাসী


আপনাদের জানাই যে আপনারা মন্দিরের কাছে যাবেন না এবং এর নির্মাণকার্যে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি করবেন না। যিহুদীয়ার রাজ্যপাল ও ইহুদী নেতৃবৃন্দকে পূর্বেকার ভিত্তির উপরেই মন্দির নির্মাণ করতে দিন।


তখন রাজ্যপাল তত্তনয়, শথর-বোষণয় এবং তাঁদের সহকর্মীগণ সম্রাটের আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন