ইষ্রা 5:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 তবে ইহুদী নেতৃবৃন্দের উপরে ঈশ্বেরর কৃপাদৃষ্টি ছিল। তাই পারস্যের রাজকর্মচারীরা সিদ্ধান্ত নিলেন যে সম্রাট দারায়ুসকে এই সংবাদ জানানোর পর তাঁর কাছ থেকে কোন উত্তর না আসা পর্যন্ত তাঁরা কোন প্রকার হস্তক্ষেপ করবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 কিন্তু ইহুদীদের প্রাচীনদের প্রতি তাঁদের আল্লাহ্র দৃষ্টি ছিল, আর যতদিন দারিয়ুসের কাছে নিবেদন উপস্থিত করা না হল এবং সেই কর্মের বিষয়ে পুনরায় পত্র না আসল ততদিন ওঁরা তাঁদেরকে নিবৃত্ত করলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 কিন্তু তাদের আরাধ্য ঈশ্বরের কৃপাদৃষ্টি ইহুদিদের প্রাচীনবর্গের উপর ছিল। যতক্ষণ না পর্যন্ত সম্রাট দারিয়াবসের কাছে কোনও লিখিত পত্র যাচ্ছে এবং তাঁর কাছ থেকে উত্তর আসছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ করল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 কিন্তু যিহূদীদের প্রাচীনবর্গের প্রতি তাঁহাদের ঈশ্বরের দৃষ্টি ছিল, আর যাবৎ দারিয়াবসের নিকটে নিবেদন উপস্থিত করা না যায়, এবং এই কর্ম্মের বিষয়ে পুনরায় পত্র না আইসে, তাবৎ উহাঁরা তাঁহাদিগকে নিবৃত্ত করিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 কিন্তু ঈশ্বর স্বয়ং ইহুদী নেতাদের প্রতি লক্ষ্য রাখছিলেন। রাজা দারিয়াবসকে একটা খবর না পাঠানো পর্যন্ত তাদের কাজ বন্ধ করবার কোন প্রয়োজন ছিল না। রাজার কাছ থেকে উত্তর না আসা পর্যন্ত তারা কাজ চালিয়ে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 কিন্তু ইহুদীদের প্রাচীনদের প্রতি তাঁদের ঈশ্বরের দৃষ্টি ছিল, আর যতদিন দারিয়াবসের কাছে অনুরোধ করা না যায় এবং এই কাজের বিষয়ে পুনরায় চিঠি না আসে, ততদিন ওঁরা তাঁদের থামালেন না৷ অধ্যায় দেখুন |
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মোশিকে যে বিধি-বিধান দিয়েছিলেন, সে বিষয়ে ইষ্রা অত্যন্ত পারদর্শী ছিলেন। ইষ্রা তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদধন্য হওয়ায় সম্রাট তাঁকে তাঁর প্রার্থিত সব কিছুই দিয়েছিলেন। সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে ইষ্রা এক দল ইসরায়েলীকে নিয়ে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। দলে ছিলেন যাজক, লেবীয়, গায়ক, দ্বাররক্ষী এবং মন্দিরের সেবক।
আমাদের যাত্রাকালে পথে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য সম্রাটের কাছে একদল পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী সৈন্য চাইতে লজ্জা বোধ করেছিলাম কারণ আমি তাঁকে বলেছিলাম, আমাদের আরাধ্য ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করে, তিনি তাদের প্রত্যেককে রক্ষা করেন এবং যারা তাঁকে পরিত্যাগ করে তিনি তাদের উপর অসন্তুষ্ট হন ও শাস্তি দেন।