ইষ্রা 4:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় ও তাঁদের সহযোগিগণ, বিচারপতিগণ এবং অন্যান্য সকল রাজকর্মচারী পত্রটি প্রেরণ করেছিলেন। এঁরা ছিলেন পারস্য, এরেক, ব্যাবিলন এবং শুশনে বসবাসকারী এলমের অধিবাসী অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 “রহূম মন্ত্রী ও শিম্শয় লেখক ও তাদের সঙ্গী অন্য সকলে, অর্থাৎ দীনীয়, অফর্সৎখীয় টর্পলিয়, অফর্সীয়, অর্কবীয়, ব্যাবিলনীয়, শূশন্খীয়, দেহ্বীয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 সেনাধিপতি রহূম, সচিব শিম্শয় ও তাদের সব সহযোগী—পারস্য, অর্কব ও ব্যাবিলনের বিচারক, কর্মকর্তা প্রশাসক, শূশনের এলমীয়েরা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 “রহূম মন্ত্রী ও শিম্শয় লেখক ও তাহাদের সঙ্গী অন্য সকলে, অর্থাৎ দীনীয়, অফর্সৎখীয় টর্পলীয়, অফর্সীয়, অর্কবীয়, বাবিলীয়, শূশন্খীয়, দেহবীয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 সেনাপতি রহূম এবং সচিব শিমশয় এবং টর্পলীয়, পারস্য, অর্কবীয় ও বাবিলীয়় গণের বিচারকবর্গ, গুরুত্বপূর্ণ কর্মচারী এবং এলমীয় লোকদের শূশন্খীয় লোকদের কাছ থেকে অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 “রহূম মন্ত্রী ও শিমশয় লেখক ও তাদের সঙ্গী অন্য সবাই, অর্থাৎ দীনীয়, অফর্সত্খীয় টর্পলীয়, অফর্সীয়, অর্কবীয়, বাবিলীয়, শূশনখীয়, দেহ্বীয় ও এলমীয় লোকেরা অধ্যায় দেখুন |
এবং তাঁর সহযোগীদের আর শমরীয় সেনাবাহিনীর উপস্থিতিতে বললেন, ঐ অতি দুর্বল এবং হীনবল ইহুদীরা কি করছে? তারা কি ভেবেছে তাদের প্রাচীর পুনরুদ্ধার করতে পারবে? তারা কি বলি উৎসর্গ করার আশা করে? তারা কি একদিনের মধ্যে কাজ শেষ করতে পারবে? ধ্বংসস্তূপ থেকে কি অগ্নিদগ্ধ প্রস্তুরগুলি উদ্ধার করে তাতে প্রাণ সঞ্চার করবে?