Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 4:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় ও তাঁদের সহযোগিগণ, বিচারপতিগণ এবং অন্যান্য সকল রাজকর্মচারী পত্রটি প্রেরণ করেছিলেন। এঁরা ছিলেন পারস্য, এরেক, ব্যাবিলন এবং শুশনে বসবাসকারী এলমের অধিবাসী

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 “রহূম মন্ত্রী ও শিম্‌শয় লেখক ও তাদের সঙ্গী অন্য সকলে, অর্থাৎ দীনীয়, অফর্সৎখীয় টর্পলিয়, অফর্সীয়, অর্কবীয়, ব্যাবিলনীয়, শূশন্‌খীয়, দেহ্বীয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 সেনাধিপতি রহূম, সচিব শিম্‌শয় ও তাদের সব সহযোগী—পারস্য, অর্কব ও ব্যাবিলনের বিচারক, কর্মকর্তা প্রশাসক, শূশনের এলমীয়েরা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 “রহূম মন্ত্রী ও শিম্‌শয় লেখক ও তাহাদের সঙ্গী অন্য সকলে, অর্থাৎ দীনীয়, অফর্সৎখীয় টর্পলীয়, অফর্সীয়, অর্কবীয়, বাবিলীয়, শূশন্‌খীয়, দেহবীয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সেনাপতি রহূম এবং সচিব শিমশয় এবং টর্পলীয়, পারস্য, অর্কবীয় ও বাবিলীয়় গণের বিচারকবর্গ, গুরুত্বপূর্ণ কর্মচারী এবং এলমীয় লোকদের শূশন‌্খীয় লোকদের কাছ থেকে

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 “রহূম মন্ত্রী ও শিমশয় লেখক ও তাদের সঙ্গী অন্য সবাই, অর্থাৎ দীনীয়, অফর্সত্খীয় টর্পলীয়, অফর্সীয়, অর্কবীয়, বাবিলীয়, শূশনখীয়, দেহ্বীয় ও এলমীয় লোকেরা

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 4:9
16 ক্রস রেফারেন্স  

তখন সম্রাট দারায়ুস এই নির্দেশ পাঠালেনঃ পশ্চিম ইউফ্রেটিসের রাজ্যপাল তত্তনয়, পশ্চিম ইউফ্রেটিসের শথর-বোষণয় ও আপনার সহকর্মী রাজকর্মচারীবৃন্দ:


যে পত্রটি তাঁরা পাঠিয়েছিলেন, সেটি নিম্নরূপ:


আসিরিয়ার সম্রাট ব্যাবিলন, কুথ, ইব্‌হা, হামাথ, সফারভায়িম প্রভৃতি শহর থেকে লোক এনে নির্বাসিত ইসরায়েলীদের দেশ, শমরিয়ার বিভিন্ন স্থানে বসতি করালেন। এই সমস্ত জনপদ দখল করে তারা বসবাস করতে লাগল।


পার্থিয়া, মিডিয়া, এলাম, মেসোপটেমিয়া, যিহুদীয়া কাপ্পাদকিয়া, পন্ত ও আশিয়া,


দর্শনে দেখলাম, আমি রয়েছি এলম প্রদেশের রাজধানী প্রাকার ঘেরা নগরী সুসায়। সেখানে উলয় নদীতীরে দাঁড়িয়ে আছি।


সেখানে এলম আছে। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই যুদ্ধে নিহত হয়েছে। বে-সুন্নত অবস্থায় তারা পাতালগামী হয়েছে। জীবনকালে তারা ছিল মূর্তিমান বিভীষিকা। কিন্তু মরণে আজ তারা সম্মানহীন, অপদস্থ।


সিদিকিয় যিহুদীয়ার রাজা হবার পরেই এলম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের বাণী এল আমার কাছে।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশে রাজকর্মচারী নিযুক্ত করুন-তাদের আদেশ দিন যেন তারা সমস্ত সুন্দরী যুবতীদের রাজধানী শুশনে আপনার অন্তঃপুরে নিয়ে আসে। অন্তঃপুরে মহিলাদের রক্ষক নপুংসক হেগয়ের তত্ত্বাবধানে তাদের রাখা হোক ও প্রসাধনী পরিচর্যায় তাদের সুশোভিত করা হোক।


তিনি ভারত থেকে সুদান পর্যন্ত একশো সাতাশটি প্রদেশের উপর রাজত্ব করতেন।


শেম-এর সন্তান - এলাম, আশুর, আরফাকষাদ, লুদ ও অরাম।


রাজ্যপাল রহুম এবং ঐ প্রদেশের সচিব শিমশয়ও জেরুশালেম সম্পর্কে নিম্নলিখিত পত্রিট পাঠালেন।


এবং তাঁর সহযোগীদের আর শমরীয় সেনাবাহিনীর উপস্থিতিতে বললেন, ঐ অতি দুর্বল এবং হীনবল ইহুদীরা কি করছে? তারা কি ভেবেছে তাদের প্রাচীর পুনরুদ্ধার করতে পারবে? তারা কি বলি উৎসর্গ করার আশা করে? তারা কি একদিনের মধ্যে কাজ শেষ করতে পারবে? ধ্বংসস্তূপ থেকে কি অগ্নিদগ্ধ প্রস্তুরগুলি উদ্ধার করে তাতে প্রাণ সঞ্চার করবে?


প্রায় সঙ্গে সঙ্গেই পশ্চিম ইউফ্রেটিস প্রদেশের রাজ্যপাল তত্তনয়, শথর বোষণয় এবং অন্যান্য রাজকর্মচারীরা জেরুশালেমে গিয়ে তাঁদের কাছে কৈফিয়ৎ চেয়ে বললেন, কার হুকুমে তোমরা এই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন