Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তখন স্থানীয় লোকেরা নির্মাণের কাজ থেকে ইহুদীদের বিরত ও নিরুৎসাহ করার জন্য তাদের ভয় দেখাতে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তখন দেশের লোকেরা এহুদার লোকদের হাত দুর্বল করা ও নির্মাণ ব্যাপারে তাদেরকে ভয় দেখাতে লাগল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তখন তাদের চারিদিকে যে সমস্ত লোক ছিল তারা যিহূদার লোকদের নিরুৎসাহ করতে চাইল এবং মন্দির নির্মাণের কাজে ভয় দেখাতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন দেশের লোকেরা যিহূদার লোকদের হস্ত দুর্ব্বল করিতে ও নির্ম্মাণ-ব্যাপারে তাহাদিগকে উদ্বিগ্ন করিতে লাগিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 একথা শুনে এইসব ব্যক্তিরা ক্রুদ্ধ হলেন। তাঁরা যিহূদার লোকদের নিরুৎসাহ করবার চেষ্টা করলেন এবং তাদের নির্মাণের কাজ বন্ধ করবার চেষ্টা করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন দেশের লোকেরা যিহূদার লোকেদের হাত দুর্বল করতে ও তৈরীর কাজে তাদেরকে ভয় দেখাতে লাগলো

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 4:4
11 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীদের আশেপাশে বসবাসকারী লোকদের ভয়ে ভীত হওয়া সত্ত্বেও তারা পূর্ববর্তী স্থানেই বেদীটি পুনর্নির্মাণ করল। তারপর থেকে তারা সকাল-সন্ধ্যায় বেদীর উপরে নিয়মিত হোমবলি উৎসর্গ করতে লাগল।


পদস্থ কর্মচারীরা রাজার কাছে গিয়ে বলল, এই লোকটির মৃত্যুদণ্ড হওয়া উচিত। কারণ এই সমস্ত কথা বলে এ আমাদের সৈন্যদলের মনোবল ভেঙ্গে দিচ্ছে এবং নগরীতে অবশিষ্ট অধিবাসীদের মনও এভাবে দুর্বল করে তুলছে। মানুষকে সাহস দিয়ে সাহায্য করার কোনও চেষ্টাই নেই তার, বরং সে কেবল তাদের অমঙ্গল করতে চায়।


তারা সবাই এইভাবে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিল যাতে আমরা দুর্বল হয়ে কাজ বন্ধ করে দিই।কিন্তু আমি প্রার্থনা করলাম, হে ঈশ্বর আমাকে শক্তি দাও।


আমাদের শত্রুরাও বলতে লাগল, দেখবার বা বুঝবার আগেই আমরা একেবারে তাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ব, তাদের মেরে ফেলব আর থামিয়ে দেব তাদের কাজ।


শৌলের পুত্র ইসবোশেথ যখন শুনলেন যে, হিব্রোণে অবনের নিহত হয়েছেন তখন ভয় পেয়ে গেলেন এবং সমস্ত ইসরায়েলী প্রজারা ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল।


তারা পারস্যের সরকারী কর্মচারীদেরও উৎকোচ দিল যেন তারা ইহুদীদের কাজের বিরোধিতা করে। পারস্য সম্রাট সাইরাসের সমগ্র শাসনকাল এবং সম্রাট দারায়ুসের রাজত্বকাল পর্যন্ত এই চক্রান্তে তারা নিজেদের লিপ্ত রেখেছিল।


এবং তাঁর সহযোগীদের আর শমরীয় সেনাবাহিনীর উপস্থিতিতে বললেন, ঐ অতি দুর্বল এবং হীনবল ইহুদীরা কি করছে? তারা কি ভেবেছে তাদের প্রাচীর পুনরুদ্ধার করতে পারবে? তারা কি বলি উৎসর্গ করার আশা করে? তারা কি একদিনের মধ্যে কাজ শেষ করতে পারবে? ধ্বংসস্তূপ থেকে কি অগ্নিদগ্ধ প্রস্তুরগুলি উদ্ধার করে তাতে প্রাণ সঞ্চার করবে?


পারস্য সাম্রাজ্যের অধিরক্ষক দূত একুশ দিন ধরে আমাকে বাধা দিয়েছিলেন। তখন প্রধান দূতদের অন্যতম মীখায়েল এলেন আমাকে সাহায্য করতে কারণ পারস্যে আমি একা পড়ে গিয়েছিলাম।


তিনি বললেন, জান কেন আমি তোমার কাছে এসেছি? শাস্ত্রে লেখা পরম সত্যের কথা আমি তোমাকে জানাতে এসেছি। এবার আমাকে ফিরে গিয়ে পারস্যের অধিরক্ষক দূতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে। তারপর গ্রীসের রক্ষক দূতের আবির্ভাব হবে। আমাকে সাহায্য করার জন্য ইসরায়েলের অধিরক্ষক দূত মীখায়েল ছাড়া আর কেউ নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন