Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 4:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 আমি অনুসন্ধানের জন্য আদেশ দিয়েছিলাম এবং বাস্তবিক দেখা গিয়েছে পুরাকাল থেকেই জেরুশালেম রাজদ্রোহিতা করে আসছে। এই নগরী বিদ্রোহ ও বিক্ষোভে পূর্ণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আমার হুকুমে অনুসন্ধান হল ও জানা গেল, প্রাচীনকাল থেকে সেই নগর রাজদ্রোহ করে আসছিল এবং সেই স্থানে বিদ্রোহ ও রাজদ্রোহ হত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 আমি একটি নির্দেশ পাঠিয়েছি এবং সেইমতো অনুসন্ধানও করা হয়েছে। সত্যিই এটি দেখা গেছে যে পূর্ব থেকেই নগরটি সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং নগরটি যথার্থই বিক্ষোভ ও বিদ্রোহের জন্য কুখ্যাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আমার আজ্ঞায় অনুসন্ধান হইল ও জানা গেল, পুরাকালাবধি সেই নগর রাজদ্রোহ করিয়া আসিতেছিল, এবং তথায় বিদ্রোহ ও উপপ্লব হইত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 আমি আপনাদের পরামর্শ অনুযায়ী ভূতপূর্ব রাজাদের দলিল ও অন্যান্য তথ্যাদি অনুসন্ধানের নির্দেশ দিই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আমার আদেশে খোঁজ করে জানা গেল, পূর্বকাল থেকে সেই নগর রাজদ্রোহ করছিল এবং সেখানে বিদ্রোহ ও বিক্ষোভ হত৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 4:19
10 ক্রস রেফারেন্স  

নিগূঢ় রহস্যই ঈশ্বরের মহিমা প্রকাশ করে, রহস্য উদ্ঘাটনে রাজার গৌরববৃদ্ধি হয়।


সেইজন্য প্রভু পরমেশ্বর তাঁর সহায় ছিলেন। তাই সব কাজেই তিনি সাফল্যলাভ করতেন। তিনি আসিরিয়ার সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।


তবে এখন মহামান্য সম্রাটের যদি বিহিত বোধ হয় তবে রাজার সংরক্ষণশালায় রক্ষিত নথিপত্র অনুসন্ধান করে দেখা হোক যে সম্রাট সাইরাস জেরুশালেমের মন্দির পুনর্নির্মাণের আজ্ঞা দিয়েছিলেন কিনা। তারপর আমাদের জানান এ বিষয়ে আপনার অভিমত কি?


আমাদের নিবেদন, আপনার পূর্বপুরুষের ইতিহাস পুস্তক অনুসন্ধান করতে আজ্ঞা দিন। তাহলে জানতে পারবেন যে এই নগরী সর্বদাই বিদ্রোহ করেছে এবং প্রাচীনকাল থেকে রাজা ও রাজ্যপালদের কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। এই নগরীর নাগরিকদের শাসন করা দুরূহ ব্যাপার। সেই জন্যই নগরীটিকে ধ্বংস করা হয়েছিল।


এই সমস্ত কারণে প্রভু পরমেশ্বর জেরুশালেম ও যিহুদীয়ার উপর এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাদের তাঁর চোখের সামনে থেকে দূর করে দিয়েছিলেন।


তাহলে তোমরা ভাল করে সন্ধান নিয়ে জানবে। যদি একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তোমাদের মধ্যে সত্যই এরকম ঘৃণ্য দুষ্কর্ম অনুষ্ঠিত হয়েছে তাহলে তোমরা তরবারির আঘাতে সেই নগরের অধিবাসীদের বধ করবে। সেই নগর এবং তার মধ্যে বসবাসকারী পশুপাল সমেত সকলকে নিঃশেষে ধ্বংস করবে।


তোমরা যে পত্রখানি পাঠিয়েছ তার অনুবাদ আমার কাছে পাঠ করা হয়েছে।


সেখানে পরাক্রমী রাজারা রাজত্ব করেছেন, সমগ্র পশ্চিম ইউফ্রেটিস প্রদেশ শাসন করে কর ও রাজস্ব আদায় করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন