Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 বছরের দ্বিতীয় মাসে পুনরায় তাঁরা জেরুশালেম মন্দিরের স্থানটিতে এলেন এবং নির্মাণের কাজ আরম্ভ করলেন। সরুব্বাবিল, যেশূয় এবং তাঁদের অবশিষ্ট জ্ঞাতিগোষ্ঠী, যাজক, লেবীয় অর্থাৎ নির্বাসন থেকে যারা জেরুশালেমে এসেছিলেন, তাঁরা সকলেই নির্মাণের কাজে অংশ নিলেন। কুড়ি বছর বয়স ও তার ঊর্ধ্বের লেবীয়দের সকলকে মন্দির পুনর্নির্মাণের কাজে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর জেরুশালেমে আল্লাহ্‌র গৃহের স্থানে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁদের অবশিষ্ট ভাইয়েরা অর্থাৎ ইমাম ও লেবীয়েরা এবং বন্দীদশা থেকে জেরুশালেমে আগত সমস্ত লোক কাজ করতে আরম্ভ করলেন এবং মাবুদের গৃহের কাজের তত্ত্বাবধানের জন্য বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লেবীয়দেরকে নিযুক্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাদের ভাইদের অবশিষ্টাংশ (নির্বাসন থেকে জেরুশালেমে যে যাজকবৃন্দ ও লেবীয়েরা প্রত্যাবর্তন করেছিল) তাদের কাজ আরম্ভ করল। লেবীয়দের মধ্যে কুড়ি বছর বা তাঁর ঊর্ধ্বে যাদের বয়স তাদের সকলকে সদাপ্রভুর মন্দির নির্মাণ কাজের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করা হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর যিরূশালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূর এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক কার্য্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্য্যের তত্ত্বাবধান জন্য বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 জেরুশালেমে ফিরে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যোষাদকের পুত্র যেশূয় ও তাঁদের ভাইরা, যাজকগণ, লেবীয়গণ ও অন্যান্য ব্যক্তিরা যাঁরা বন্দীদশা থেকে জেরুশালেমে ফিরে এসেছিলেন তাঁরা মন্দির নির্মাণের কাজ শুরু করলেন। তাঁরা 20 বছর এবং তার চেয়ে বেশী বয়স্ক লেবীয়দের মন্দির নির্মাণের তত্ত্বাবধানের জন্য বেছে নিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আর যিরূশালেমে ঈশ্বরের বাড়ির জায়গায় আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যোষাদকের ছেলে যেশূয় এবং তাঁদের অবশিষ্ট ভাইয়েরা, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দীদশা থেকে যিরূশালেমে আসা সমস্ত লোক কাজ শুরু করলেন এবং সদাপ্রভুর বাড়ির কাজের দেখাশোনা করার জন্য কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সের লেবীয়দেরকে নিযুক্ত করলেন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 3:8
14 ক্রস রেফারেন্স  

সরুব্বাবিল, যেশূয় এবং গোষ্ঠীপতিরা তাদের বললেন, আমাদের প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজে তোমাদের যোগ দেবার কোন প্রয়োজন নেই। পারস্যের সম্রাট সাইরাসের অনুমতি আমরা পেয়েছি, আমরা নিজেরাই মন্দির তৈরী করব।


এদের মধ্যে থেকে চব্বিশ হাজার লোককে রাজা মন্দিরের কাজকর্মের জন্য নিযুক্ত করলেন। ছয় হাজার লোককে নথিপত্র রক্ষণাবেক্ষণ ও বিচারকার্যে নিযুক্ত করলেন,


ত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর বয়সের সমস্ত লোক, যারা সম্মিলন শিবিরে পরিচর্যার কাজ করতে পারবে, তাদের গণনা কর।


যোষাদকের পুত্র যেশূয় তাঁর সহকারী পুরোহিতগণ এবং পল্টিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর পরিবারের সকলে মিলে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদী পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। ঈশ্বরের পরমভক্ত মোশির লিখিত ঈশ্বরের বিধান অনুসারে হোমবলি উৎসর্গের জন্যই এই বেদী নির্মিত হল।


সুতরাং শেশবসর এসে মন্দিরের ভিত্তি স্থাপন করেন। তারপর থেকে নির্মাণের কাজ এখনও চলছে।


জেরুব্বাবেল নিজের হাতে এই মন্দিরের ভিত্তিস্থাপন করেছে। সে-ই এর নির্মাণের কাজ শেষ করবে। তখনই বুঝবে আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।


প্রধান পুরোহিত যিহোশূয়কে বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, এই দেখ সেই ব্যক্তি, যার নাম ‘পল্লব’। সে তার পদে প্রতিষ্ঠালাভ করবে এবং প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণ করবে।


রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল,


সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিস্পর, বিগবয়, বহুম ও বানা। গোষ্ঠী অনুযায়ী ইসরায়েলের যে সমস্ত নির্বাসিতেরা ফিরে এসেছিল তাদের তালিকা–—


মন্দিরের কাজ বন্ধ হয়ে গেল এবং পারস্য সম্রাট দারায়ুসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত সব কাজ বন্ধ রইল।


শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এই প্রত্যাদেশ শুনে জেরুশালেমে মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করলেন এবং প্রবক্তা দুজনও তাঁদের সাহয্য করলেন।


যে সমস্ত ইসরায়েলীর বিদেশী স্ত্রী ছিল তাদের নামের তালিকা নিম্নরূপ: গোষ্ঠী অনুসারে যাজকেরা: যিহোষাদকের পুত্র যেশূয়, তার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।


পারস্যের রাজা দারাউসের রাজত্বকালের দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের প্রথম দিনে নবী হগয়ের মাধ্যমে যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয়ের কাছে (জেরুব্বাবেল ছিলেন শণ্টিয়েলের পুত্র এবং যিহোশূয় যিহোষাদকের পুত্র) প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন