Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 3:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 যোষাদকের পুত্র যেশূয় তাঁর সহকারী পুরোহিতগণ এবং পল্টিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর পরিবারের সকলে মিলে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদী পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। ঈশ্বরের পরমভক্ত মোশির লিখিত ঈশ্বরের বিধান অনুসারে হোমবলি উৎসর্গের জন্যই এই বেদী নির্মিত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁর ইমাম ভাইয়েরা এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর ভাইয়েরা উঠে আল্লাহ্‌র লোক মূসার শরীয়তে লেখা বিধি অনুসারে পোড়ানো-কোরবানী করার জন্য ইসরাইলের আল্লাহ্‌র কোরবানগাহ্‌ তৈরি করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 যোষাদকের পুত্র যেশূয় ও তাঁর সহ যাজক ভাইরা এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল এবং তাঁর পরিজনেরা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের বেদি নির্মাণের কাজ শুরু করল যেন ঈশ্বরের পরম অনুগত মোশির বিধানে যে সমস্ত কথা লিখিত আছে তদনুযায়ী তারা হোমবলি উৎসর্গ করতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁহার যাজক ভ্রাতৃগণ এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁহার ভ্রাতৃগণ উঠিয়া ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উৎসর্গ করণার্থে ইস্রায়েলের ঈশ্বরের যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারপর যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁর সঙ্গের যাজকগণ, শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর সঙ্গের লোকরা ইস্রায়েলের ঈশ্বরের জন্য একটি বেদী নির্মাণ করলেন। ঈশ্বরের দাস মোশি যে ভাবে বর্ণনা করেছিলেন, বেদীটি সে ভাবেই বানানো হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর যোষাদকের ছেলে যেশূয় ও তাঁর যাজক ভাইয়েরা এবং শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও তাঁর ভাইয়েরা উঠে ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উত্সর্গ করার জন্য ইস্রায়েলের ঈশ্বরের যজ্ঞবেদি তৈরী করলেন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 3:2
33 ক্রস রেফারেন্স  

যুদা যাহানার পুত্র, যোহানা রীষার পুত্র, রীষা সরুব্বাবিলের পুত্র, সরুব্বাবিল শল্টীয়েলের পুত্র, শল্টীয়েল নেরির পুত্র,


পারস্যের রাজা দারাউসের রাজত্বকালের দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের প্রথম দিনে নবী হগয়ের মাধ্যমে যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয়ের কাছে (জেরুব্বাবেল ছিলেন শণ্টিয়েলের পুত্র এবং যিহোশূয় যিহোষাদকের পুত্র) প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।


সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিস্পর, বিগবয়, বহুম ও বানা। গোষ্ঠী অনুযায়ী ইসরায়েলের যে সমস্ত নির্বাসিতেরা ফিরে এসেছিল তাদের তালিকা–—


রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল,


সেই সোনা ও রূপো দিয়ে তুমি একটা মুকুট গড়ে জেরুব্বাবেলের মাথায় পরিয়ে দাও।


প্রধান পুরোহিত যিহোশূয়, শোন, আমি তোমাকে এবং তোমার সহকর্মীদের বলছি: (কারণ তারা সুলক্ষণযুক্ত), দেখ, আমি আমার দাস ‘পল্লবকে’ আনব।


এর পর তিনি আমাকে দেখালেন, প্রধান পুরোহিত যিহোশূয় প্রভু পরমেশ্বরের দূতের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর শয়তান তাঁর বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাঁর ডান দিকে দাঁড়িয়ে রয়েছে।


সেই দিন, হে আমার দাস জেরুব্বাবেল, শল্টিয়েলের পুত্র, আমি তোমাকে গ্রহণ করব। আমি তোমাকে মুদ্রাঙ্কিত করার অঙ্গুরীয়স্বরূপ করব, কারণ আমি তোমাকে মনোনীত করেছি।


তুমি যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেলকে বল, আমি আকাশ ও পৃথিবীকে কম্পান্বিত করতে উদ্যত হয়েছি।


প্রভু পরমেশ্বর তখন জেরুব্বাবেল ও যিহোশূয়ের এবং লোকদের অন্তরে সাড়া জাগালেন। তাঁরা এসে তাঁদের আরাধ্য ঈশ্বর প্রভুর মন্দির সংস্কারের কাজে এগিয়ে এলেন। ষষ্ঠ মাসের চব্বিশ তারিখে এই কাজ শুরু হল।


তখন প্রভু পরমেশ্বরের কথা শুনে জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয় এবং সমস্ত লোকের চেতনা এল। তারা নবী হগয়ের কাছে প্রভু পরমেশ্বরের প্রেরিত বাণী গ্রহণ করল। ঈশ্বরের প্রতি তাদের মনে সম্ভ্রম ও ভয় জাগল।


কিন্তু যিহুদাগোষ্ঠী পেল তাঁর অনুগ্রহ, তাঁর প্রিয় সিয়োন পর্বতকে করলেন আপন বাসভূমি। তিনি নির্মাণ করলেন সেখানে আপন মন্দির,


লেবীয়দের নাম: যেশূয়, বিন্নুয়ী, কদ্‌মীয়েল শেরেবিয়, যিহুদা এবং মত্তনিয় তাঁর সহযোগীদের সঙ্গে ধন্যবাদমূলক সঙ্গীতের ভারপ্রাপ্ত ছিলেন।


নিম্নলিখিত পুরোহিতেরা ও লেবীয়রা শল্‌টিয়েলের পুত্র সরুব্বাবিল এবং যেশূয়ের সঙ্গে এসেছিলেনঃ সরায়, যিরমিয়, ইষ্রা,


কিন্তু আমি মনোনীত করেছি জেরুশালেমকে আমার উপাসনার স্থানরূপে এবং আমার প্রজা ইসরায়েলীদের শাসকরূপে দাউদকেই আমি মনোনীত করেছি।’


পদায়-এর দুই পুত্র: সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের দুই পুত্র মশুল্লম এবং হনানিয় ও একটি কন্যা শলোমিথ।


তুমি শিটিম কাঠের একটি বেদী নির্মাণ করবে। এটি হবে সমচতুর্ভূজ পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া এবং এর উচ্চতা হবে তিন হাত।


বছরের দ্বিতীয় মাসে পুনরায় তাঁরা জেরুশালেম মন্দিরের স্থানটিতে এলেন এবং নির্মাণের কাজ আরম্ভ করলেন। সরুব্বাবিল, যেশূয় এবং তাঁদের অবশিষ্ট জ্ঞাতিগোষ্ঠী, যাজক, লেবীয় অর্থাৎ নির্বাসন থেকে যারা জেরুশালেমে এসেছিলেন, তাঁরা সকলেই নির্মাণের কাজে অংশ নিলেন। কুড়ি বছর বয়স ও তার ঊর্ধ্বের লেবীয়দের সকলকে মন্দির পুনর্নির্মাণের কাজে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হল।


শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এই প্রত্যাদেশ শুনে জেরুশালেমে মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করলেন এবং প্রবক্তা দুজনও তাঁদের সাহয্য করলেন।


প্রভু পরমেশ্বর অব্রামের কাছে আবির্ভূত হয়ে বললেন, তোমার বংশধরদের আমি এই দেশ দান করব। প্রভু পরমেশ্বরের আবির্ভাব সেখানে ঘটেছিল বলে অব্রাম সেখানে তাঁর উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন।


তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও এবং বল, আমার উদ্দেশে নিবেদনের জন্য অর্ঘ্য, সুরভিত ভক্ষ্য নৈবেদ্য যথাসময়ে হোমানলে আহুতি দিতে হবে।


গিদিয়োন তখন প্রভুর উদ্দেশে সেখানে একটি বেদী নির্মাণ করলেন এবং তার নাম দিলেন ‘যিহোবা-শালোম’— (ঈশ্বর মঙ্গলময়)!! (অবিয়েষারের বংশধরদের এলাকা অফ্রায় সেই বেদীটি আজও আছে।)


কিন্তু ঈশ্বরের মনোনীত পুরুষ মোশির বংশধরদের অন্যান্য লেবীয়দের দলভুক্ত করা হয়েছিল।)


যে সমস্ত ইসরায়েলীর বিদেশী স্ত্রী ছিল তাদের নামের তালিকা নিম্নরূপ: গোষ্ঠী অনুসারে যাজকেরা: যিহোষাদকের পুত্র যেশূয়, তার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।


ইম্মোরের সন্তানদের মধ্যে হনানি ও সবদিয়।


হারীমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিয়, শমরিয়, যিহীয়েল ও উষিয়।


পশহূরের সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, মাসেয় ইশ্মায়েল, নথনেল, যোষাবদ ও ইলিয়াসা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন