Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:43 - পবিএ বাইবেল CL Bible (BSI)

43-54 মন্দিরের সেবক যারা ফিরে এসেছিল তাদের গোষ্ঠীর তালিকা: সীহ, হসূফা, টব্বায়োৎ, কেরোস, সীয়, পাদেন, লবানা, হগাব, অক্কুব, হাগব, শস্‌লয়, হানন, গিদ্দেল, গহর, রায়া, রৎসীন, নকোদ, গসম, উষ, পাসেহ, বেষয়, অস্না, মিয়ুনীম, পফুষীম, বকবুক, হকুফা, হর্হূর, বসলূত, মহীদা, হশা, বকোস, সীষরা, তেমহ নৎসীহ ও হটীফা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 মন্দিরের পরিচারকবৃন্দ: সীহ, হসূফা, টব্বায়োত,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন: সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 নথীনীয়েরা (মন্দিরের কর্মচারীরা); সীহের বংশধর, হসূফার বংশধর, টব্বায়োতের বংশধর,

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:43
13 ক্রস রেফারেন্স  

প্রথমে যারা বিভিন্ন জনপদে তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল, তাদের মধ্যে ছিল সাধারণ ইসরায়েলী, পুরোহিত, লেবীয় ও মন্দিরের পরিচারকেরা।


অবশিষ্ট লোকেরা: পুরোহিত, লেবীয়, দ্বাররক্ষক, গায়ক, আরাধনাগৃহের ভৃত্য এবং যারা ঈশ্বরের বিধানের জন্য সন্নিহিত জাতিদের থেকে নিজেদের পৃথক করেছিল, তারা তাদের স্ত্রী এবং বোধশক্তি সম্পন্ন পুত্র-কন্যাদের


মন্দিরের সেবক ও শলোমনের দাসদের বংশোদ্ভূতদের মধ্যে যারা ফিরে এল তাদের সংখ্যা সর্বমোট 392


তারপর ক্যাসিফিয়া নামক স্থানে ইদ্দো নামে এক বিশিষ্ট ব্যক্তির কাছে তাদের পাঠালাম যেন তিনি তাঁর অধীনস্থ মন্দির পরিচারকদের ঈশ্বরের মন্দিরে পরিচর্যার জন্য আমাদের কাছে পাঠান।


অধিকন্তু তারা আরও 220জন কর্মীকে পাঠাল। রাজা দাউদ ও তাঁর রাজকর্মচারীরা মন্দিরের কাজে লেবীয়দের সাহায্য করার জন্য এদের পূর্বপুরুষদের নিযুক্ত করেছিলেন। তাদের সঙ্গে তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলেন।


জেরুশালেমে যাঁরা বসতি স্থাপন করেছিলেন, তাঁরা ছিলেন প্রাদেশিক নেতা। ইসরায়েলী, পুরোহিত, লেবীয়, উপাসনা গৃহের ভৃত্য, শলোমনের দাসদের বংশধরেরা যিহুদীয়ার বিভিন্ন শহরে তাদের নিজেদের জায়গায় বাস করত।


তুমি হারোণ ও তার পুত্রদের আধীনে লেবীয়দের নিযুক্ত করবে। ইসরায়েলীদের মধ্যে তারাই বিশেষভাবে এই কাজের জন্য উৎসর্গিত।


আর ওফলে পাহাড়ের উপরে বসবাসকারী মন্দিরের ভৃত্যেরা, পূর্বদিকে প্রাসাদের অন্যান্য নির্মাতারা জলদ্বারের বিপরীত দিকের একটি অংশ মেরামত করেছিলেন।


উপাসনাগৃহের ভৃত্যেরা ওফলে পর্বতে বাস করত, সীহ এবং গিস্প তাদের তত্ত্বাবধানে ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন