5 তারপর যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কুলপতিগণ এবং যাজক ও লেবীয়েরা, এমনকি যাদের অন্তরে ঈশ্বর অনুপ্রেরণা দিয়েছিলেন, তারা সকলে জেরুশালেমে প্রভু পরমেশ্বরের মন্দির পুনর্নির্মাণের জন্য যাত্রার আয়োজন করল।
5 তখন এহুদা ও বিন্ইয়ামীনের পিতৃকুলপতিরা এবং ইমাম ও লেবীয়েরা, এমন কি, আল্লাহ্র যে লোকদের মনে মাবুদের জেরুশালেমের গৃহ পুনর্নির্মাণের জন্য যাত্রা করতে প্রবৃত্তি দিলেন তারা সকলে উঠলো।
5 এই আদেশনামা শুনে যিহূদার ও বিন্যামীন গোষ্ঠীর প্রধানেরা, যাজকবর্গ এবং লেবীয়েরা—যাদের হৃদয় ঈশ্বর অনুপ্রাণিত করেছিলেন, তারা সকলে প্রস্তুত হয়ে জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে গেল।
5 তখন যিহূদার ও বিন্যামীনের পিতৃকুলপতিগণ এবং যাজকেরা ও লেবীয়েরা, এমন কি, ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্ম্মাণার্থে যাত্রা করিতে প্রবৃত্তি দিলেন, সেই সকলে উঠিল।
5 তখন যিহূদা ও বিন্যামীন উপজাতির পরিবারের অধিনায়করা প্রভুর মন্দির নির্মাণের জন্য জেরুশালেমে যেতে প্রস্তুত হল। অন্যান্য লোকরাও, যারা ঈশ্বরের দ্বারা উৎসাহিত হয়েছিল, তারাও তাদের সঙ্গে যোগদান করতে প্রস্তুত হল।
5 তখন যিহূদার ও বিন্যামীন বংশের পূর্বপুরুষদের প্রধানেরা এবং যাজকেরা ও লেবীয়েরা, আর সদাপ্রভুর বাড়ি তৈরী করতে যিরূশালেমে যাওয়ার জন্য যে লোকদের মনে ঈশ্বর প্রবল ইচ্ছা দিলেন, তাঁরা সবাই উঠল৷
পারস্য সম্রাট সাইরাস খ্রীষ্টপূর্ব 539 সালে ব্যাবিলন নগরী অধিকার করেন এবং ব্যাবিলন রাজ্যের সম্রাটরূপে অধিষ্ঠিত হন। তাঁর রাজত্বের প্রথম বৎসরে যিরমিয়ের মাধ্যমে ঘোষিত প্রভু পরমেশ্বরের বাণী পূর্ণতা লাভ করল। প্রভু পরমেশ্বরের অনুপ্রেরণায় সম্রাট সাইরাসের এই আদেশনামাটি নিজ সাম্রাজ্যের সর্বত্র ঘোষণা করার জন্য লিখিতভাবে প্রেরণ করলেন।
তারপর কয়েকজনকে সঙ্গে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়লাম। কিন্তু জেরুশালেম সম্পর্কে ঈশ্বর আমার অন্তরে যে নির্দেশ দিয়েছিলেন, সে কথা আমি কাউকে বলিনি। আমার বাহনটি ছাড়া আর কোন পশু আমাদের সঙ্গে ছিল না।
সাইরাস পারস্য সাম্রাজ্যের সম্রাট হবার প্রথম বছরে প্রভু পরমেশ্বর নবী যিরমিয়ের মাধ্যমে যে কথা বলেছিলেন, সেই কথা সফল হল। তিনি সাইরাসের মনে প্রেরণা দিলেন যাতে তিনি লিখিতভাবে এই নির্দেশ দেন এবং তাঁর সাম্রাজ্যের সর্বত্র সেই নির্দেশ পাঠ করা হয়:
স্বর্গের ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সমগ্র পৃথিবীর উপর আমাকে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যিহুদীয়াদেশের জেরুশালেমে তাঁর এক মন্দির নির্মাণের দায়িত্ব অর্পণ করেছেন।
তাঁর প্রজাবৃন্দের মধ্যে যে যেখানেই থাকুক না কেন, তাদের ফিরে যাবার পাথেয় জোগাবে তাদের প্রতিবেশীরা। তারা তাদের দেবে স্বর্ণ, রৌপ্য, প্রয়োজনীয় জিনিসপত্র এবং ভারবাহী পশু। এ ছাড়াও জেরুশালেমের মন্দিরের জন্য তারা দেবে স্বেচ্ছাদান।
প্রভু পরমেশ্বর তখন জেরুব্বাবেল ও যিহোশূয়ের এবং লোকদের অন্তরে সাড়া জাগালেন। তাঁরা এসে তাঁদের আরাধ্য ঈশ্বর প্রভুর মন্দির সংস্কারের কাজে এগিয়ে এলেন। ষষ্ঠ মাসের চব্বিশ তারিখে এই কাজ শুরু হল।