ইষ্টের 9:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)17 যে শত্রুরা তাদের ঘৃণা করত তাদের পঁচাত্তর হাজার লোককে তারা বধ করল। কিন্তু তারা লুঠপাট করল না। এ ঘটনা ঘটেছিল অদরের তেরো তারিখে। পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখে কোন হত্যাকাণ্ড হয়নি বরং তারা সেদিন প্রীতিভোজের আয়োজন করে উৎসব করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তারা অদর মাসের ত্রয়োদশ দিনে এই কাজ করলো এবং চতুর্দশ দিনে বিশ্রাম করে সেই দিনকে ভোজন-পান ও আনন্দের দিন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 এই ঘটনা অদর মাসের তেরো দিনের দিন ঘটল এবং চোদ্দ দিনের দিন তারা বিশ্রাম নিল এবং সেদিনটি তারা ভোজের ও আনন্দের দিন হিসেবে পালন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহারা অদর মাসের ত্রয়োদশ দিনে এই কার্য্য করিল, এবং চতুর্দ্দশ দিনে বিশ্রাম করিয়া সেই দিনকে ভোজনপান ও আনন্দের দিন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 অন্যান্য প্রদেশগুলিতে এ ঘটনা ঘটেছিল অদর মাসের ত্রয়োদশ দিনে। চতু্র্দশ দিনে ইহুদীরা সকলে খুশি মনে বিশ্রাম নিল এবং ঐ দিনটিকে একটি খুশির ছুটির দিন হিসেবে পালন করলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তারা অদর মাসের তেরো দিনের র দিন এই কাজ করল এবং চৌদ্দ দিনের র দিন তারা বিশ্রাম নিল। দিন টা তারা ভোজের ও আনন্দের দিন হিসাবে পালন করল। অধ্যায় দেখুন |
বছরের তৃতীয় মাস সীবনের তেইশ তারিখে এই ঘটনা ঘটেছিল। মর্দখয় রাজার সচিবদের ডেকে পাঠালেন এবং ইহুদীদের, রাজ্যপালদের, প্রশাসকদের আর ভারত ও সুদানের একশো সাতাশটি প্রদেশের সব ইহুদীদের, রাজ্যপালদের, প্রশাসকদের ও রাজকর্মচারীদের এক আদেশপত্র পাঠালেন। এই পত্রগুলি প্রত্যেক প্রদেশের ভাষা ও লিপি অনুসারে লেখা হয়েছিল।