ইষ্টের 8:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)2 রাজা তাঁর শীলমোহর দেবার যে আংটি হামানের কাছ থেকে ফেরৎ নিয়েছিলেন সেটি তিনি মর্দখয়কে দিলেন। ইষ্টের মর্ধখয়ের উপর হামানের সম্পত্তির তত্ত্বাবধানের ভার নিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 পরে বাদশাহ্ হামনের কাছ থেকে নেওয়া তাঁর আংটিটি খুলে মর্দখয়কে দিলেন এবং ইষ্টের হামনের বাড়ির উপরে মর্দখয়কে নিযুক্ত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 রাজা তাঁর স্বাক্ষর দেওয়ার যে আংটিটি হামনের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন সেটি নিজের হাত থেকে খুলে মর্দখয়কে দিলেন। আর ইষ্টের তাঁকে হামনের সম্পত্তির উপর নিযুক্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পরে রাজা হামন হইতে নীত আপনার অঙ্গুরীয় খুলিয়া মর্দখয়কে দিলেন, এবং ইষ্টের হামনের বাটীর উপরে মর্দখয়কে নিযুক্ত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 রাজা হামনের কাছ থেকে যে আংটিটা ইতিমধ্যে ফেরত নিয়ে নিয়েছিলেন সেটি নিজের আঙুল থেকে খুলে এবার মর্দখয়কে দিলেন। এরপর ইষ্টের মর্দখয়কে হামনের যাবতীয় সম্পত্তির দায়িত্ব অর্পণ করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 পরে রাজা তাঁর যে আংটিটা হামনের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন সেটা নিজের হাত থেকে খুলে নিয়ে মর্দখয়কে দিলেন এবং ইষ্টের হামনের বাড়ির উপরে মর্দখয়কে নিযুক্ত করলেন। অধ্যায় দেখুন |