ইষ্টের 8:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 এই পত্রগুলিতে বুঝিয়ে বলা হয়েছিল যে রাজা প্রত্যেক শহরে ইহুদীদের আত্মরক্ষার জন্য সঙ্ঘবদ্ধ হবার অনুমতি দেবেন। যদি কোন প্রদেশে কোন জাতির সশস্ত্র বাহিনী ইহুদীদের পুরুষ, নারী বা শিশুদের আক্রমণ করে তাহলে ইহুদীরাও তাদের আক্রমণ করে নিঃশেষে বিনাশ করতে পারবে এবং তাদের সমস্ত ধনসম্পত্তি তারা দখল করে নিতে পারবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 এসব পত্রে বাদশাহ্ ইহুদীদেরকে এই অনুমতি দিলেন যে, বাদশাহ্ জারেক্সের অধীনে সমস্ত প্রদেশ এক দিনে, অর্থাৎ অদর নামক বারো মাসের ত্রয়োদশ দিনে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 রাজার ফরমান প্রত্যেক নগরের ইহুদিদের একত্র হওয়ার ও নিজেদের রক্ষা করার অধিকার দিল। কোনও জাতির বা রাজ্যের লোকেরা ইহুদিদের ও তাদের স্ত্রীলোক ও ছেলেমেয়েদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস ও হত্যা করার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করারও অধিকার পেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তদ্দ্বারা রাজা যিহূদীদিগকে এই অনুমতি দিলেন যে, অহশ্বেরশ রাজার অধীন সমস্ত প্রদেশ এই দিনে, অর্থাৎ অদর নামক দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এই সমস্ত চিঠিতে, রাজা অহশ্বেরশের নির্দেশ বলা হল: প্রতিটি শহরে ইহুদীদের সমবেত ভাবে তাদের নিজেদের রক্ষা করার অধিকার দেওয়া হল। তাদের বা তাদের নারী ও শিশুদের যদি কোন দল আক্রমণ করে তাহলে তারা সেই শত্রুদের দলকে হত্যা ও ধ্বংস করতে পারবে এবং ইহুদীদের তাদের শত্রুদের সম্পদ লুঠ করার অধিকারও দেওয়া হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 কোনো জাতির বা বিভাগের লোকেরা ইহুদীদের ও তাদের ছেলে মেয়েদের ও স্ত্রীদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস করবার, অর্থাৎ মেরে ফেলবার, অর্থাৎ একেবারে শেষ করে দেবার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করবারও অধিকার পেল। অধ্যায় দেখুন |