ইষ্টের 8:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 সেই দিনই রাজা অহশ্বেরশ ইহুদীদের শত্রু হামানের সমস্ত সম্পত্তি রাণী ইষ্টেরকে দিলেন। ইষ্টের রাজাকে জানালেন যে মর্দখয় তাঁর আত্মীয়। তারপর থেকে মর্দখয়কে রাজসমীপে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 সেদিন বাদশাহ্ জারেক্স ইষ্টের রাণীকে ইহুদীদের দুশমন হামনের বাড়ি দান করলেন। আর মর্দখয় বাদশাহ্র সাক্ষাতে উপস্থিত হলেন, কেননা মর্দখয় ইষ্টেরের কে, তা ইষ্টের জানিয়েছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সেদিনই রাজা অহশ্বেরশ ইহুদিদের শত্রু হামনের সম্পত্তি রানি ইষ্টেরকে দিলেন। এবং মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ ইষ্টের জানিয়েছিলেন তাঁর সঙ্গে মর্দখয়ের সম্পর্ক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সেই দিন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে যিহূদীদের শত্রু হামনের বাটী দান করিলেন। আর মর্দখয় রাজার সাক্ষাতে উপস্থিত হইলেন, কেননা মর্দখয় ইষ্টেরের কে, তাহা ইষ্টের জানাইয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সেদিনই রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে হামনের যাবতীয় সম্পত্তি দিয়ে দিলেন। ইষ্টের রাজাকে জানালেন যে মর্দখয় সম্পর্কে তাঁর ভাই হয়। তারপর মর্দখয় রাজার সঙ্গে দেখা করতে এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 সেই দিন রাজা অহশ্বেরশ ইহুদীদের শত্রু হামনের বাড়ি রাণী ইষ্টেরকে দিলেন। আর মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ মর্দখয় ইষ্টেরের কে, তা ইষ্টের জানিয়েছিলেন। অধ্যায় দেখুন |