Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 7:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ইষ্টের বললেন, আমাদের চরম শত্রু, আমাদের নির্যাতনকারী এই হামানই সেই পাষণ্ড। এই কথা শুনে হামান আতঙ্কিত হয়ে রাজা ও রাণীর দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 ইষ্টের বললেন, এক জন বিপক্ষ ও দুশমন, সে এই দুষ্ট হামন। তখন হামন বাদশাহ্‌র ও রাণীর সাক্ষাতে ভীষণ ভয় পেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 ইষ্টের বললেন, “সেই বিপক্ষ ও শত্রু হল এই দুষ্ট হামন।” তখন হামন রাজার ও রানির সামনে ভীষণ ভয় পেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ইষ্টের কহিলেন, এক জন বিপক্ষ ও শত্রু, সে এই দুষ্ট হামন। তখন হামন রাজার ও রাণীর সাক্ষাতে ত্রাসযুক্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ইষ্টের বললেন, “আমাদের সেই শত্রু হল এই পাপাত্মা হামন।” একথা শুনে রাজা ও রাণীর সামনে তখন হামন ভয়ে কেঁপে উঠলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ইষ্টের বললেন, “একজন বিপক্ষ ও শত্রু, সেই এই দুষ্ট হামন।” তখন হামন রাজা ও রাণীর সামনে ভীষণ ভয় পেল।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 7:6
18 ক্রস রেফারেন্স  

তখন সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত হবে এবং প্রভু যীশু তাঁর শ্রীমুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন, তাঁর জ্যোতির্ময় আবির্ভাবে সে হবে বিধ্বস্ত।


কিন্তু সমাজের অন্তর্ভুক্ত লোকদের বিচার করার দায়িত্ব কি তোমাদের নয়? তোমরা নিজেদের মধ্য থেকে দুর্জনদের দূর করে দাও।


রাজরোষ মৃত্যুদূতের মত, জ্ঞানী ব্যক্তিই তা প্রশমিত করতে পারে।


দুর্বৃত্তেরা যখন আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসে তখন আমার সেই বিদ্বেষী শত্রুরা বাধা পায়, পতন হয় তাদের।


রাজা শীলমোহর দেবার অঙ্গুরীয় খুলে ইহুদীদের শত্রু হামানের হাতে দিলেন। কোন ঘোষণাপত্র কার্যকারী করতে হলে এই অঙ্গুরীয়ের ছাপের দরকার হত।


আমাদের চারিপাশের জাতিবৃন্দের মধ্যে যারা শত্রু ছিল, এই খবর পেয়ে তারা বুঝল যে এই কাজ স্বয়ং ঈশ্বরের সহায়তায় সম্পন্ন হয়েছে। ফলে তারা ভীত হল ও আত্মবিশ্বাস হারাল।


প্রাচীন প্রবাদে বলে মন্দ লোক থেকেই মন্দতার উৎপত্তি, আমার হাত কিন্তু আপনার বিরুদ্ধে কখনও উঠবে না।


আমার মাথা ঘুরছে, আমি ভয়ে কাঁপছি। আমি চেয়েছি রাত্রির অন্ধকার কিন্তু সেও সন্ত্রাস ছাড়া কিছুই আনে নি।


যদি দেখ, কোন রাজ্যে দরিদ্রেরা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার ও ন্যায্যা অধিকার থেকে, তাহলে বিস্মিত হয়ো না—কারণ প্রত্যেক রাজকর্মচারীকে তাঁর ঊর্ধ্বতন কর্মচারী এবং তাঁকেও তাঁর ঊর্ধ্বতন কর্মচারী রক্ষা করে চলেন।


রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, কার এমন স্পর্ধা? সে কোথায়?


সেই দিনই রাজা অহশ্বেরশ ইহুদীদের শত্রু হামানের সমস্ত সম্পত্তি রাণী ইষ্টেরকে দিলেন। ইষ্টের রাজাকে জানালেন যে মর্দখয় তাঁর আত্মীয়। তারপর থেকে মর্দখয়কে রাজসমীপে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন