Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 7:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 মর্দখয়ের জন্য যে ফাঁসিকাঠ হামান তৈরী করিয়েছিলেন তাতেই তাঁকে ফাঁসি দেওয়া হল। তারপর রাজার ক্রোধ প্রশমিত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করেছিল, লোকেরা তার উপরে হামনকে ফাঁসি দিল; তখন বাদশাহ্‌র ক্রোধ প্রশমিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কাজেই মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসিকাঠ হামন তৈরি করেছিল সেখানেই তাকে ফাঁসি দেওয়া হল। এরপর রাজার রাগ পড়ল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তখন মর্দখয়ের জন্য হামনের নিজের হাতে বানানো ফাঁসিকাঠে (ভৃত্যরা) সকলে মিলে হামনকে ঝুলিয়ে দিল এবং এইভাবে রাজার রাগ পড়লো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাতে হামন যে ফাঁসিকাঠ মর্দখয়ের জন্য তৈরী করেছিল লোকেরা তার উপরে তাকেই ফাঁসি দিল। তখন রাজার রাগ কমল।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 7:10
22 ক্রস রেফারেন্স  

তার যত অন্যায় অত্যাচার চরম আঘাত হয়ে শেষে নেমে আসে তারই উপরে।


দানিয়েলের বিরুদ্ধে যাঁরা অভিযোগ এনেছিলেন, রাজা তাঁদের ধরে আনতে বললেন। তাঁর আদেশে স্ত্রী-পুত্র-কন্যা সমেত তাঁদের সকলকে সিংহদের গহ্বরে ফেলে দেওয়া হল। তাঁরা নীচে পড়তে না পড়তেই সিংহেরা ঝাঁপিয়ে পড়ল তাঁদের উপর, একটি অস্থিও আস্ত রাখল না।


তখন তোমরা বুঝতে পারবে কী দুর্দমনীয় আমার ক্রোধ। যতক্ষণ না এ ক্রোধ পরিতৃপ্ত হয়, ততক্ষণ এর প্রচণ্ডতা প্রশমিত হবে না। এসব যখন ঘটবে তখনই বুঝবে যে, আমি, প্রভু পরমেশ্বরই এ সম্বন্ধে বলেছিলাম কারণ তোমাদের অবিশ্বস্ততা আমাকে ভয়ঙ্কর ক্রুদ্ধ করেছিল।


শিমশোন তাদের বললেন, তোমরা শেষে এই করলে! তবে জেনে রেখ, এর প্রতিশোধ না নিয়ে আমি ছাড়ব না।


তিনি তখন আমাকে ডেকে বললেন, দেখ, যেগুলি উত্তর দিকে গেছে তারা ব্যাবিলনের ওপরে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত করবে।


ক্রমে রাজার ক্রোধ শান্ত হল। তিনি বষ্টীর কাজ ও তার বিরুদ্ধে জারী করা রাজাদেশ সম্পর্কে চিন্তা করতে লাগলেন।


যোষেফ তাদের স্বপ্নের যে রকম ব্যাখ্যা করেছিলেন ঠিক সেই ভাবেই সব কিছু ঘটল।


তখন তাঁর স্ত্রী ও বন্ধুরা তাঁকে পরামর্শ দিয়ে বললেন, এক কাজ কর, তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও। তারপর আগামীকাল সকালে গিয়ে রাজাকে বল যেন তিনি মর্দখয়কে ঐ ফাঁসিকাঠে ফাঁসি দেবার হুকুম দেন। তারপর খুশীমনে তুমি রাণীর ভোজে যোগ দিও। এই পরামর্শে হামান খুশী হলেন ও ফাঁসিকাঠ তৈরী করালেন।


রাজা প্রচণ্ড ক্রোধে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এবং ঝড়ের গতিতে কক্ষ থেকে প্রাসাদ উদ্যানে চলে গেলেন। হামান বুঝলেন, এর জন্য রাজা তাঁকে নিশ্চিত ভাবে শাস্তি দেবেন। তাই তিনি রাণীর কাছে নিজের প্রাণ ভিক্ষা করার জন্য সেখানে রয়ে গেলেন।


সবেমাত্র তিনি করুণাভিক্ষার জন্য ইষ্টেরের আসনের কাছে অবনত হয়েছেন ঠিক তখনই রাজা উদ্যান থেকে ফিরে এসে সেই কক্ষে প্রবেশ করলেন। হামানকে ইষ্টেরের আসনের কাছে অবনত অবস্থায় দেখে রাজা চীৎকার করে বলে উঠলেন, এই পাষণ্ড কি আমারই প্রাসাদে আমারই সামনে আমার রাণীর মর্যাদা হরণ করতে চায়? রাজা এ কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রাসাদের নপুংসক প্রহরীরা ছুটে এসে ফাঁসির প্রস্তুতি স্বরূপ হামানের মাথা ঢেকে ফেলল।


তিনি ওদের অধর্মের প্রতিফল দেবেন, উচ্ছিন্ন করবেন ওদের দুষ্টতার জন্য, প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, সমূলে ধ্বংস করবেন ওদের।


হিতাকাঙ্ক্ষী সকলের প্রীতিভাজন কিন্তু যে অপরের অনিষ্ট কামনা করে তার নিজেরই ক্ষতি হয়।


যে অন্যের ক্ষতি করার জন্য ফাঁদ পাতে সে নিজেই সেই ফাঁদে পড়বে। যে পাথর গড়িয়ে দেয় সেই পাথর তার নিজের উপরই এসে পড়বে।


তাই এখন, আমি প্রভু পরমেশ্বর বলছি, তোমরা আমার অবাধ্য হয়েছ, তোমাদের স্বজাতি ইসরায়েলী ক্রীতদাসদের মুক্তি দাওনি। বেশ, আমিও তোমাদের এমন স্বাধীনতা দেব, যে স্বাধীনতা হবে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মরবার স্বাধীনতা। পৃথিবীর প্রত্যেকটি জাতিকে তোমাদের ভয়াবহ দুর্দশা দেখিয়ে কাঁপিয়ে তুলব।


রাজা অহশ্বেরশ তখন রাণী ইষ্টের ও ইহুদী মর্ধখয়কে বললেন, শোন, ইহুদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমার আদেশে হামানের ফাঁসি হয়ে গেছে আর হামানের সম্পত্তি আমি ইষ্টেরকে দিয়েছি।


রাজা ইষ্টেরের কথামত শুশনে আদেশ ঘোষণা করলেন। হামানের মৃত দশ পুত্রের মৃতদেহ প্রকাশ্যে প্রদর্শন করা হল।


কিন্তু রাণী ইষ্টের রাজাকে এই কথা জানালে রাজা এই আদেশ জারী করেছিলেন যার ফলে যে পরিণতি হামান ইহুদীদের জন্য নির্দিষ্ট করেছিলেন সেই পরিণতি হামানেরই ভাগ্যে ঘটেছিল। তাঁর এবং তাঁর পুত্রদের ফাঁসি দেওয়া হয়েছিল।


সে এগিয়ে চলেছে ফাঁদের দিকে তার নিজের চরণই তাকে টেনে নিয়ে যাচ্ছে ফাঁদের মাঝখানে, সে নিজেই গিয়ে গর্তে পড়বে।


সে স্বপ্নের মত মিলিয়ে যাবে, রাতের ছায়াদর্শনের মত সে হবে অবলুপ্ত, আর খুঁজে পাওয়া যাবে না তাকে।


কিন্তু নিজেদের অস্ত্রে তারা নিজেরাই হবে বিদ্ধ, ভগ্ন হবে তাদের ধনু।


সজ্জন সঙ্কট থেকে উদ্ধার পায়, পরিবর্তে দুর্জনই সঙ্কটে পড়ে।


সম্রাট দারাউস তখন পৃথিবীর সমস্ত জাতি, গোষ্ঠী ও সব ভাষাভাষী মানুষের কাছে লিখে পাঠালেনঃ তোমাদের মঙ্গল হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন