Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 7:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 রাজা আর হামান ইষ্টেরের ভোজে যোগ দিতে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে বাদশাহ্‌ ও হামন ইষ্টের রাণীর সঙ্গে পান করতে আসলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 তারপর রাজা ও হামন রানি ইষ্টেরের ভোজে গেলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে রাজা ও হামন ইষ্টের রাণীর সহিত পান করিতে আসিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 অতঃপর রাজা ও হামন রাণী ইষ্টেরের ভোজসভায় এলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পরে রাজা ও হামন দ্বিতীয় বার রাণী ইষ্টেরের সঙ্গে খাওয়া দাওয়া করবার জন্য আসলেন।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 7:1
4 ক্রস রেফারেন্স  

তাহলে আমার সবিনয় নিবেদন এই যে আগামীকাল আমি আপনার ও হামানের জন্য ভোজের আয়োজন করব। আপনার অনুগ্রহ করে ভোজে উপস্থিত হবেন। আমি তখনই আপনার কথামত আপনার কাছে আমার প্রার্থনা নিবেদন করব।


রাজার আদেশে ঐ নির্দেশ রাজধানী শুশনে প্রকাশ করা হল ও দূতেরা প্রত্যেকটি প্রদেশে সংবাদটি পৌঁছে দিল। এই সংবাদে শুশন নগরে মহা উদ্বেগ দেখা দিল ও রাজার সঙ্গে হামান সেই সময়ে পানাহারে মত্ত হলেন।


এই সব আলোচনা যখন চলছিল তখন রাজপ্রাসাদের নপুংসকেরা হামানকে ইষ্টেরের মহাভোজে তাড়াতাড়ি নিয়ে যেতে এল।


সুরা পরিবেশনের সময় রাজা ইষ্টেরকে আবার জিজ্ঞাসা করলেন, রাণী ইষ্টের, তুমি কি চাও? তুমি যা বলবে, তোমার জন্য আমি তাই করব। এমনকি আমার সাম্রাজ্যের অর্ধেক অংশও আমি তোমাকে দিতে প্রস্তুত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন