Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 6:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 হামান ভিতরে এলে রাজা তাঁকে বললেন, একজনকে সম্মান দেখাতে আমার খুব আগ্রহ হচ্ছে। তার জন্য আমার কি করা উচিত?হামান মনে মনে ভাবলেন, এমন কে হতে পারে যাকে রাজা এত সম্মানিত করতে চান? নিশ্চয়ই আমাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তখন হামন ভিতরে আসলে বাদশাহ্‌ তাকে বললেন, বাদশাহ্‌ যার সম্মান করতে চান, তার প্রতি কি করা কর্তব্য? হামন মনে মনে ভাবল, বাদশাহ্‌ আমাকে ছাড়া আর কার সম্মান করতে চাইবেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চায় তার জন্য কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, “আমাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তখন হামন ভিতরে আসিলে রাজা তাহাকে কহিলেন, রাজা যাহার সমাদর করিতে চাহেন, তাহার প্রতি কি করা কর্ত্তব্য? হামন মনে মনে ভাবিল, রাজা আমা ব্যতিরেকে আর কাহার সমাদর করিতে চাহিবেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 হামন ভেতরে আসার পর রাজা তাঁর কাছে জানতে চাইলেন, “হামন, রাজা কাউকে সম্মান দিতে চাইলে তা কিভাবে দেওয়া উচিৎ‌?” হামন মনে মনে ভাবলো, “আমি ছাড়া সম্মান পাওয়ার আর কে আছে? আমি নিশ্চিত, রাজা নিশ্চয়ই আমাকে সম্মান জানানোর কথা ভাবছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তখন হামন ভিতরে আসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, রাজা আমাকে ছাড়া আর কার সম্মান করতে চাইবেন?

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 6:6
19 ক্রস রেফারেন্স  

নিরাপদ শৈলদুর্গে তোমার রাজধানী, পর্বতে তোমার বাস, তাই তোমার এত দম্ভ, এই দম্ভই তোমাকে প্রতারিত করেছে। তুমি ভাবো, কেউ তোমাকে ধরাশায়ী করতে পারবে না।


বিনাশের আগে আসে অহঙ্কার, পতনের আগে দেখা দেয় ঔদ্ধত্য।


তাঁর ইচ্ছা এই যে, সকলে যেন পিতার মত পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে মান্য করবে না সে তাঁর প্রেরণ কর্তা পিতাকেও অমান্য করবে।


আর স্বর্গ থেকে এই বাণী ঘোষিত হল : ‘ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতির পাত্র’।


তাদের মঙ্গলসাধনেই হবে আমার আনন্দ। এই দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব স্থায়ীভাবে।


প্রভু পরমেশ্বর বলেছেন, এই দেখ আমার দাস যাঁকে আমি করেছি শক্তিমান, তিনি আমার মনোনীত, আমার প্রীতির পাত্র। আমি পূর্ণ করেছি তাঁকে আমার আত্মায় তিনি প্রতিষ্ঠা করবেন ন্যায়বিচার সর্বজাতির মাঝে।


ধ্বংসের আগে মানুষের চিত্ত হয় গর্বিত, কিন্তু নম্রতার পুরস্কার সম্মান।


বিপথে চলাই হবে নির্বোধের মৃত্যুর কারণ, মূর্খদের নিশ্চিন্ততাই ডেকে আনবে তাদের ধ্বংস।


আমার নির্দোষিতা প্রমাণে যারা হর্ষধ্বনি করে, তারা বলুক বারবার, ‘প্রভু পরমেশ্বর মহান্, তাঁর সেবকের কুশলে তিনি পরম প্রীত।’


হামান রাজকীয় বস্ত্র আর অশ্ব নিয়ে এলেন। তারপর সেই বস্ত্রে সুসজ্জিত করে মর্দখয়কে অশ্বের উপরে বসালেন এবং তাঁকে নিয়ে নগর পরিক্রমায় বার হলেন। যেতে যেতে জনতার উদ্দেশে তিনি ঘোষণা করে বলতে লাগলেন, দেখ, রাজা যাকে সমাদর করতে চান তাকে কিভাবে সম্মানিত করেন।


তারপর সেই লোকটিকে এই পোশাকে সাজিয়ে অশ্বপৃষ্ঠে বসিয়ে আপনার এক অভিজাত শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে যেতে বলুন। তাঁরা যখন নগর পরিক্রমা করবেন, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তি যেন ঘোষণা করে বলেন, দেখ, রাজা যে ব্যক্তিকে সমাদর করতে চান, তাকে কিভাবে সম্মানিত করেন।


হামান রাজাকে বললেন, এই লোকটির জন্য রাজকীয় পোশাক আনার আদেশ দিন, এমন পোশাক আনতে বলুন যা মহারাজ স্বয়ং ব্যবহার করেন। এমন একটি অশ্ব আনান যে অশ্বে মহারাজ আরোহণ করে থাকেন, যার মস্তক রাজকীয় ভূষণে সুশোভিত।


সকলের কাছে তিনি গর্বভরে বলতে লাগলেন তাঁর ঐশ্বর্য ও পুত্রসন্তানের প্রাচুর্যের কথা এবং রাজা কিভাবে তাঁকে উচ্চপদে প্রতিষ্ঠিত করে সমস্ত রাজকর্মচারী ও রাজপুরুষদের চেয়ে বেশী সম্মান দিয়েছেন, সেই সব কথা বর্ণনা করতে লাগলেন।


এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের সম্পর্কে খুব উচ্চধারণা পোষণকরে, অপরকে হেয়জ্ঞান করে।


তাই ভৃত্যেরা উত্তর দিল, হামান এখানে আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। রাজা বললেন, তাঁকে নিয়ে এস।


রাজা এই রাজপুরুষদের বললেনঃ আমি সম্রাট অহশ্বেরশ, রাজমহিষী বষ্টীর কাছে আমার পরিচারকদের মাধ্যমে একটি আদেশ পাঠিয়েছিলাম কিন্তু তিনি আমার আদেশ অমান্য করেছেন। এখন আইন অনুসারে তাঁর প্রতি আমাদের কি করা উচিত?


তখন তোমাদের নিমন্ত্রণ কর্তা তোমাকে এসে বললেন, ‘এঁকে এই আসনটি ছেড়ে দিন।’ তখন তার চেয়ে নীচু কোন আসনে বসতে তোমার লজ্জায় মাথা কাটা যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন