Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 রাণীর পরিচারিকা ও নপুংসকেরা রাণী ইষ্টেরকে মর্দখয় সম্পর্কে সব কথা বলল। সব শুনে রাণী বিচলিত হয়ে পড়লেন। চটের পরিবর্তে পরার জন্য রাণী ইষ্টের তাঁকে অন্য কাপড় পাঠালেন। কিন্তু মর্দখয় সেই কাপড় ফিরিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পরে ইষ্টেরের বাঁদীরা ও নপুংসকেরা এসে ঐ কথা তাঁকে জানালো; তাতে রাণী অতিশয় মনোকষ্ট পেলেন; এবং মর্দখয়কে চট পরিত্যাগ ও পোশাক পরাবার জন্য পোশাক প্রেরণ করলেন, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ইষ্টেরের দাসীরা ও নপুংসকেরা যখন তাঁকে মর্দখয়ের বিষয় জানাল তখন তাঁর মনে খুব দুঃখ হল। তিনি মর্দখয়কে কাপড় পাঠালেন যেন তিনি চটের বদলে তা পরেন, কিন্তু তা তিনি নিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে ইষ্টেরের দাসীগণ ও নপুংসকেরা আসিয়া ঐ কথা তাঁহাকে জ্ঞাত করিল; তাহাতে রাণী অতিশয় মনস্তাপিতা হইয়া মর্দখয়কে চট পরিত্যাগ ও বস্ত্র পরিধান করাইবার জন্য বস্ত্র প্রেরণ করিলেন, কিন্তু তিনি তাহা গ্রহণ করিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ইষ্টেরের পরিচারিকা ও নপুংসক পরিচারকরা এসে তাঁকে মর্দখয়ের কথা জানালো। সেকথা শুনে ইষ্টের মর্মাহত ও বিষণ্ন হলেন। তিনি শোকের পোশাক ছেড়ে ফেলতে অনুরোধ জানিয়ে মর্দখয়ের জন্য জামাকাপড় পাঠালেন। কিন্তু মর্দখয় তা পরতে রাজী হলেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 পরে ইষ্টের দাসীরা ও সেবাকারীরা এসে ঐ কথা তাঁকে জানালো; তাতে রাণী খুব দুঃখিত হয়ে মর্দখয়কে চটের বদলে পরবার জন্য তিনি মর্দখয়কে কাপড় পাঠিয়ে দিলেন কিন্তু তিনি তা নিলেন না।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 4:4
10 ক্রস রেফারেন্স  

সঙ্কটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অন্বেষণ করি, সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়, কোন সান্ত্বনা মানে না আমার মন।


প্রভু পরমেশ্বর বলেন, রামায় ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, আকুল কান্না আর তীব্র বিলাপে ভরা রাহেল কাঁদছে তার সন্তানদের শোকে, তারা আজ আর নেই! মানে না সে কোন সান্ত্বনার বাণী।


যারা এতদিন প্রভু পরমেশ্বরের অনুগত ছিল না, কিন্তু এখন তাঁর আনুগত্য স্বীকার করেছে, তারা যেন না বলে যে, প্রভু পরমেশ্বর আমাদের আপন বলে গ্রহণ করবেন না। কোন নপুংসক যেন একথা না ভাবে, ‘আমি নিষ্ফল বৃক্ষ। আমার কোন মূল্য নেই।’


নপুংসকদের কাছে রাজার আদেশ শুনেও রাণী বষ্টী রাজার সামনে আসতে সম্মত হলেন না। ফলে সম্রাটের বুকে জ্বলে উঠল ক্রোধের আগুন।


যেহু উপরে জানালার দিকে চেয়ে চীৎকার করে বললেন, কে আছ আমার পক্ষে? কে কে? রাজপ্রাসাদের দু-তিনজন কর্মচারী জানালা দিয়ে মুখ বাড়াতেই


সে তোমাদের শস্য ও আঙুর ফলের দশভাগের এক ভাগ তোমাদের কাছ থেকে নিয়ে তার নিজস্ব কর্মচারী ও ভৃত্যদের দেবে।


কিন্তু কোনমতেই তাঁকে শান্ত করা গেল না। তিনি বললেন, আমি কেঁদে কেঁদে আমার পুত্রের কাছে পরলোকে চলে যাব। এ ভাবেই যোষেফের বাবা তার জন্য শোকে অভিভূত হয়ে রইলেন।


ফিলিপ তখন যাত্রা করলেন। এই সময় ইথিওপিয়াবাসী একজন নপুংসক ভদ্রলোক বাড়ি ফিরছিলেন। ইনি ছিলেন ইথিওপিয়ার কান্দাকী বা রানীর কোষাধ্যক্ষ। তিনি জেরুশালেমে গিয়েছিলেন ঈশ্বরের উপাসনা করতে। সেখান থেকে ফেরার সময় নিজের রথে বসে নবী যিশাইয়ের গ্রন্থটি তিনি পড়ছিলেন।


ইতিমধ্যে সাম্রাজ্যের সকল প্রদেশে রাজার ইহুদীনিধনের ঘোষণাপত্র পৌঁছে গিয়েছিল। এই ঘোষণায় ইহুদীসমাজ গভীর শোকে ভেঙ্গে পড়ল। তীব্র বেদনায় তারা শোকাচ্ছন্ন হয়ে বিলাপ করতে লাগল এবং উপবাস আরম্ভ করল। বেশীর ভাগ লোক চট পরে ভস্মের উপরে গড়াগড়ি দিতে লাগল। চারিদিকে হাহাকার ও কান্নার রোল উঠল।


তখন হথক নামে যে নপুংসককে রাণীর পরিচর্যার জন্য রাজা নিযুক্ত করেছিলেন, তাকে রাণী ডেকে পাঠালেন। তাকে তিনি মর্দখয় সম্পর্কে খোঁজখবর নেবার নির্দেশ দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন