Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ইতিমধ্যে সাম্রাজ্যের সকল প্রদেশে রাজার ইহুদীনিধনের ঘোষণাপত্র পৌঁছে গিয়েছিল। এই ঘোষণায় ইহুদীসমাজ গভীর শোকে ভেঙ্গে পড়ল। তীব্র বেদনায় তারা শোকাচ্ছন্ন হয়ে বিলাপ করতে লাগল এবং উপবাস আরম্ভ করল। বেশীর ভাগ লোক চট পরে ভস্মের উপরে গড়াগড়ি দিতে লাগল। চারিদিকে হাহাকার ও কান্নার রোল উঠল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর প্রত্যেক প্রদেশের যে কোন স্থানে বাদশাহ্‌র ডিক্রি ও হুকুম উপস্থিত হল, সেই স্থানে ইহুদীদের মধ্যে মহাশোক, রোজা, কান্নাকাটি ও মাতম হল এবং অনেকে চটে ও ভস্মে বিছানা পাতল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 প্রত্যেকটি রাজ্যে রাজার ফরমান ও আদেশ পৌঁছাল সেখানে ইহুদিদের মধ্যে মহাশোক, উপবাস, কান্নাকাটি ও বিলাপ হতে লাগল। অনেকে চট পরে ছাইয়ের মধ্যে শুয়ে পড়ল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর প্রত্যেক প্রদেশের যে কোন স্থানে রাজার বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল, সেই স্থানে যিহূদিগণের মধ্যে মহাশোক, উপবাস, রোদন ও বিলাপ হইল, এবং অনেকে চটে ও ভস্মে শয্যা পাতিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রত্যেকটি প্রদেশে যেখানে যেখানে রাজার নির্দেশ জারি করা হয়েছিল সেখানে ইহুদী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া পড়ে গিয়েছিল। তারা সকলে অভুক্ত থেকে উচ্চস্বরে কান্নাকাটি করছিল। অনেক ইহুদী মাথায় ভস্ম মেখে মাটিতে গড়াগড়ি দিচ্ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আর প্রত্যেক দেশের যে কোনো জায়গায় রাজার কথা ও আদেশ পৌঁছাল, সেই জায়গায় ইহুদীদের মধ্যে মহাশোক, উপবাস, কান্নাকাটি ও দুঃখিত হতে লাগল এবং অনেকে চটে ও ছাইয়ের মধ্যে শুয়ে পড়ল।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 4:3
20 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তখন তোমাকে মস্তক মুণ্ডন করে, চটের বস্ত্র পরে ক্রন্দন ও বিলাপ করার জন্য আহ্বান জানালেন।


তারপর অনুতাপের চিহ্ন হিসাবে চটের কাপড় পরে, গায়ে ভস্ম মেখে উপবাস ও প্রার্থনায় রত হলাম।


উপবাস করে তোমরা নিজেদের কষ্ট দিয়ে থাক। ঘাসের মত তোমরা মাথা নুইয়ে থাক, চট পেতে ভস্ম বিছিয়ে তোমরা তার উপর শুয়ে থাক। এই কি তোমাদের উপবাস? তোমরা কি মনে কর, এতে আমি প্রসন্ন হব?


এবার আমায় একটু একা থাকতে দাও, আমি আমার মত স্বজনদের জন্য কাঁদতে চাই। আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না।


তোমরা এই অপদার্থ ভৃত্যকে বাইরের অন্ধকারে ফেলে দাও। সেখানে অনুশোচনা ও আক্ষেপের আর্তস্বর শোনা যাবে।’


রাজা তখন তাঁর কর্মচারীদের বললেন, এই লোকটার হাত-পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দাও, যেখান থেকে উত্থিত হচ্ছে অনুশোচনা ও আক্ষেপের আর্তস্বর।


অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।


তুমি যাও শুশনের সমস্ত ইহুদীকে একত্র করে আমার জন্য উপবাস ও প্রার্থনা কর। তিনদিন উপবাস কর—রাতে বা দিনে খাদ্যপানীয় কিছুই স্পর্শ করো না। আমিও আমার পরিচারিকাদের সঙ্গে তোমাদের মতই উপবাস করব। তারপর আইন বিরুদ্ধ হলেও আমি রাজার কাছে যাব। এর জন্য যদি আমাকে মরতেও হয়, মরব।


প্রথম মাসের ত্রয়োদশ দিনে হামান রাজসচিবদের ডেকে পাঠালেন। ঘোষণাটি সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশের লিপি ও ভাষা অনুসারে অনুবাদ করতে বললেন। তারপর সেই ঘোষণাপত্র প্রত্যেক শাসক, রাজ্যপাল ও রাজপুরুষদের কাছে পাঠাতে বললেন। এই আদেশপত্রটি রাজার অঙ্গুরীয়ের ছাপসহ রাজা অহশ্বেরশের নামে ঘোষিত হয়েছিল।


পারস্য দেশের সম্রাট অহশ্বেরশের রাজধানী ছিল শুশন।


এই সংবাদ নিয়ে কয়েকজন লোক শৌলের বাসস্থান গিবিয়া নগরে গিয়ে সেখানকার লোকদের সমস্ত ব্যাপার জানাল। সেখানকার অধিবাসীরা এই সংবাদ শুনে হাহাকার করতে লাগল।


প্রাসাদের সিংহদ্বারের কাছে এসে থেমে গেলেন তিনি, ভিতরে প্রবেশ করলেন না কারণ চটের কাপড় পরে রাজপ্রাসাদে প্রবেশের অনুমতি ছিল না।


রাণীর পরিচারিকা ও নপুংসকেরা রাণী ইষ্টেরকে মর্দখয় সম্পর্কে সব কথা বলল। সব শুনে রাণী বিচলিত হয়ে পড়লেন। চটের পরিবর্তে পরার জন্য রাণী ইষ্টের তাঁকে অন্য কাপড় পাঠালেন। কিন্তু মর্দখয় সেই কাপড় ফিরিয়ে দিলেন।


তারা যেমন উপবাস ও শোকের দিনগুলি পালন করার বিধি স্থির করেছিল, তেমনি তাদের ও তাদের বংশধরদের পূরীমের দিনগুলি যথাসময়ে পালন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই আদেশ মর্দখয় ও রাণী ইষ্টের দুজনেই দিয়েছিলেন।


যিহোশূয় এবং ইসরায়েলীদের প্রবীণ নেতারা তখন নিজেদের পোশাক ছিঁড়ে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটিতে উবুড় হয়এ পড়ে রইলেন, আর নিজেদের মাথায় ধূলা ছড়াতে লাগলেন।


ইয়োব গা চুলকানোর জন্য ভাঙ্গা কলসীর একটা টুকরো নিয়ে ছাইয়ের গাদায় গিয়ে বসলেন।


তারা তোমার জন্য বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়ে তোমার শোকে তারা মাথায় ধুলো মাখে ছাই-এ গড়াগড়ি দেয়।


নীনবীর রাজার কাছে এই সংবাদ পৌঁছালে তিনিও সিংহাসন ছেড়ে উঠে এলেন। রাজবেশ ত্যাগ করে চটের পোষাক পরে ভস্মস্তূপে গিয়ে বসলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন