Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 4:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 এই রকম অবস্থায় তুমি যদি চুপ করে থাক, তাহলে জেন, ঈশ্বর স্বর্গ থেকে ইহুদীদের রক্ষা করবেন ঠিকই কিন্তু তুমি রক্ষা পাবে না—তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে। এমনও তো হতে পারে এই দুঃসময়ে বিশেষ ভূমিকা গ্রহণের জন্যই তুমি রাজমহিষীর পদ লাভ করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 ফলে যদি তুমি এই সময়ে সর্বতোভাবে নীরব হয়ে থাক, তবে অন্য কোন স্থান থেকে ইহুদীদের উপকার ও নিস্তার ঘটবে, কিন্তু তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে; আর কে জানে যে, তুমি এই রকম সময়ের জন্যই রাণীর পদ পাও নি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কারণ এসময় যদি তুমি চুপ করে থাকো তবে অন্য দিক থেকে ইহুদিরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই আর তোমার বাবার বংশও শেষ হয়ে যাবে। আর কে জানে হয়তো এরকম সময়ের জন্যই তুমি রানির পদ পেয়েছ?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 ফলে যদি তুমি এ সময়ে সর্ব্বতোভাবে নীরব হইয়া থাক, তবে অন্য কোন স্থান হইতে যিহূদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে; আর কে জানে যে, তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞীপদ পাও নাই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 তুমি যদি এখন চুপ করে থাকো, ইহুদীদের জন্য সাহায্য ও স্বাধীনতা কোথাও না কোথাও থেকে আসবে, কিন্তু তুমি ও তোমার পিতার পরিবারের সকলে মারা যাবে। কে জানে, হয়তো ঠিক এরকম কোন একটা সময়ের জন্যই তোমাকে রাণী করা হয়েছে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 ফলে যদি তুমি এ দিনের চুপ করে থাক, তবে অন্য কোনো জায়গা থেকে ইহুদীদের সাহায্য ও উদ্ধার ঘটবে, কিন্তু তুমি নিজের বাবার বংশের সঙ্গে ধ্বংস হয়ে যাবে; আর কে জানে যে, তুমি এই রকম দিনের র জন্যই রাণীর পদ পেয়ছ?”

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 4:14
31 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর আপন মাহাত্ম্যে তাঁর প্রজাদের পরিত্যাগ করবেন না, কারণ প্রভু পরমেশ্বর স্বেচ্ছায় তোমাদের তাঁর প্রজারূপে মনোনীত করেছেন।


কিন্তু কোন অস্ত্র সক্ষম হবে না আঘাত করতে তোমায় তোমার বিরুদ্ধে অভিযোগকারীদের উপযুক্ত জবাব দেবে তুমি। আমি আমার দাসদের রক্ষা করব, দান করব বিজয় তাদের। এই তাদের প্রাপ্য উত্তরাধিকার, বলেন, প্রভু পরমেশ্বর।


প্রভু পরমেশ্বর প্রজাদের পক্ষে ন্যায়বিচার করবেন, নিজ সেবকদের প্রতি হবেন সদয়, কারণ তিনি দেখবেন, তাদের শক্তি নিঃশেষিত, বন্দী অথবা মুক্ত, কেউ আর অবশিষ্ট নেই।


আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।


আমি তোমাদের কাছে আসব, উদ্ধার করব তোমাদের, যেখানে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম সেই সব দেশের সমস্ত জাতিকে আমি করব ধ্বংস, কিন্তু তোমাদের ধ্বংস করব না। জেনো, দণ্ড তোমরা পাবেই,তবে, সে দণ্ড হবে ন্যায়সঙ্গত। আমি, প্রভু পরমেশ্বর, বলছি এ কথা।


আমি আসব তোমাদের কাছে, রক্ষা করব তোমাদের। যে সমস্ত জাতির মাঝে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম, তাদের ধ্বংস করব আমি, কিন্তু তোমাদের ধ্বংস করব না। জেনো, দণ্ড তোমরা পাবেই, তবে সে দণ্ড হবে ন্যায়সঙ্গত। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


আমরা আশার আলা দেখতে পেয়েছি। আমরা ক্রীতদাস ছিলাম কিন্তু সেই দাসত্বের মধ্যেও আমরা তোমার অনুগ্রহ লাভ করেছি। তুমি পারস্য সম্রাটদের হৃদয় আমাদের প্রতি করুণায় পূর্ণ করেছ। তোমার ভগ্ন মন্দির পুনর্নির্মাণ করার এবং যিহুদীয়া ও জেরুশালেমে আমাদের নিরাপদে বসবাস করার অনুমতি দান করেছ।


ক্রমে রাজার কাছে যাবার জন্য ইষ্টেরের পালা এল। ইষ্টের ছিলেন মর্দখয়ের আত্মীয় অবীহয়িলের কন্যা। এঁকে মর্দখয় পোষ্যকন্যা করেছিলেন। ইষ্টেরকে দেখে সকলেই মুগ্ধ হল। এবার ইষ্টেরের পালা। ইষ্টের নিজের ইচ্ছামত কিছুই নিলেন না অন্তঃপুরের রক্ষক হেগয়ের কথামত তিনি সুসজ্জিত হলেন।


সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন, তাহলে কোন প্রাণীই রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করেই সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।


নৃপতিবৃন্দ হবে তোমার পালক পিতা, রাণীরা হবে ধাত্রীস্বরূপা জননী তোমার। নতশিরে তারা সম্মান জানাবে তোমায়, সসম্ভ্রমে আনত হবে তারা সম্মুখে তোমার। তখনই জানবে তুমি , আমিই প্রভু পরমেশ্বর! যারা আমার ভরসায় থাকে, কখনও হতাশ হবে না তারা।


ইষ্টের নামে মর্দখয়ের এক আত্মীয়া ছিলেন। তাঁর হিব্রু নাম হল হদ্‌সা। তিনি ছিলেন পরমাসুন্দরী ও তাঁর দৈহিক গঠন ছিল অত্যন্ত আর্কষণীয়। তাঁর পিতামাতার মৃত্যু হওয়ায় মর্দখয় তাঁকে নিজের কন্যার মত প্রতিপালন করছিলেন।


অব্রাহাম সেই স্থানের নাম রাখলেন যিহোবাযিরে। এই জন্য আজও লোকে বলে থাকে, প্রভু পরমেশ্বরের পর্বতে সংস্থান করা হবে।


কিন্তু আমি বললাম, আমার মত একজন মানুষের পক্ষে পালিয়ে যাওয়া কি শোভা পায়? কিম্বা আমার মত একজনের পক্ষে নিজের প্রাণ বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে আশ্রয় নেওয়া কি উচিত হবে? আমি যাব না।


তাঁরা গিয়ে তাঁকে বললেন, রাজা হিষ্কিয় বলেছেন, আজ আমাদের বড় দুঃখের দিন। আমরা শাস্তি পাচ্ছি, লজ্জাগ্রস্ত হচ্ছি। আমরা প্রসব বেদনায় আতুর নারীর মত, কিন্তু প্রসব ক্ষমতা আমাদের নেই।


আমি তোর দেমাক আর কুমতলবের কথা সব জানি। তুই লড়াই দেখতে এসেছিস। দাউদ বললেন, আমি কি দোষ করলাম? একটা কথা শুধু জিজ্ঞাসা করেছি বৈ তো নয়?


এই দেখে ফিলিস্তিনীরা খোঁজ নিতে লাগল, কে এই কাজ করেছে? তখন শুনল যে তিম্‌না নিবাসী সেই ভদ্রলোকের জামাই শিমশোন এই কাজ করেছে, কারণ তাঁর স্ত্রীকে তাঁর মিতবরের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মেয়ে ও তার বাবাকে পুড়িয়ে মারল।


আমাকে শ্বাস ফেলারও সময় দেন না, বরং তিক্ততায় ভরে দেন আমার জীবন।


তাহলে আমি যাকোবের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথা স্মরণ করব, ইস্‌হাক ও অব্রাহামের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথাও স্মরণ করব, স্মরণে আনব এই দেশের কথাও।


প্রভু ইসরায়েলীদের জন্য একজন নেতা পাঠিয়ে দিলেন।এই নেতা তাদের সিরিয়ার রাজার হাত থেকে উদ্ধার করলেন। তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।


তুমি রাজপ্রসাদে আছ বলে যে তুমি অন্য ইহুদীদের তুলনায় নিরাপদ, একথা মনে করো না।


ইষ্টের মর্দখয়কে বলে পাঠালেনঃ


ইষ্টেরকে দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন। অন্য সকলের চেয়ে ইষ্টের বেশী রাজ-অনুগ্রহ লাভ করলেন। রাজা তাঁকে রাজমুকুট পরিয়ে বষ্টীর স্থানে রাজমহিষীরূপে বরণ করলেন।


আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল, নীরবতা ও মুখরতার কাল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন