Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 3:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, হে মহারাজ, তাদের মৃত্যুদণ্ড দিতে একটি আদেশ জারী করুন। এই রকম আদেশ জারী হলে আমি রাজকার্য পরিচালনার জন্য রাজভাণ্ডারে 10,000 তালন্ত রূপো দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যদি বাদশাহ্‌র অভিমত হয়, তবে তাদেরকে বিনষ্ট করতে লেখা যাক; তাতে আমি রাজ-ভাণ্ডারে রাখার জন্য কার্যকারী লোকদের হাতে দশ হাজার তালন্ত রূপা দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 মহারাজের যদি ভালো মনে হয়, তবে তাদের ধ্বংস করে ফেলার জন্য একটি হুকুম জারি করা হোক, তাতে আমি রাজভাণ্ডারে রাখার জন্য এই কাজের উদ্দেশে যারা কার্যকারী তাদের জন্য 10,000 তালন্ত রুপো দেব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যদি মহারাজের অভিমত হয়, তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাউক; তাহাতে আমি রাজ-ভাণ্ডারে রাখিবার জন্য কার্য্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ্য দিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “রাজার প্রতি আমার বিনীত নিবেদেন: আমার পরামর্শ হল, এইসব লোকদের শেষ করে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিন। আর আমি রাজ কোষাগারে 10,000 রৌপ্যমুদ্রা জমা দেবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যদি মহারাজের ইচ্ছে হয়, তবে তাদেরকে ধ্বংস করতে লেখা হোক; তাতে আমি রাজ কোষাগারে রাখবার জন্য সঠিক লোকদের হাতে দশ হাজার তালন্ত রূপা দেব।”

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 3:9
7 ক্রস রেফারেন্স  

অব্রাহাম তখন এফ্রোণের কথায় সম্মত হয়ে হিত্তীয় লোকদের সাক্ষাতে এফ্রোণ যে পরিমাণ রূপোর কথা বলেছিলেন, সেই চারশো শেকেল রূপো বণিকদের মধ্যে প্রচলিত ওজন অনুযায়ী মেপে এফ্রোণকে দিলেন।


তিনি যখন হিসাব নিতে শুরু করলেন, তখন তাঁর কাছে এমন একটি লোককে আনা হল যার ঋণ ছিল দশ হাজার তালন্ত।


হামান রাজাকে বললেন, মহারাজ, আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশেই বিশেষ একটি জাতির লোক ছড়িয়ে আছে। তাদের রীতিনীতি অন্যান্য জাতির থেকে আলাদা। তা ছাড়া তারা আপনার সাম্রাজ্যের আইনকানুনও মানে না। তাই তাদের প্রশ্রয় দেওয়া মহারাজের উচিত নয়।


রাজা শীলমোহর দেবার অঙ্গুরীয় খুলে ইহুদীদের শত্রু হামানের হাতে দিলেন। কোন ঘোষণাপত্র কার্যকারী করতে হলে এই অঙ্গুরীয়ের ছাপের দরকার হত।


মর্দখয়ের প্রতি যা কিছু করা হয়েছিল সব কথা মর্দখয় হথককে বললেন। এ ছাড়া ইহুদীদের সমূলে নিধন করা হলে হামান রাজভাণ্ডারে রৌপ্য দেবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে কথাও তাঁকে জানালেন।


হত্যার জন্য আমাকে এবং আমার লোকদের শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছে। যদি ক্রীতদাস করার জন্য বিক্রী করা হত, তাহলে আমি কিছু বলতাম না আর আপনাকে বিরক্তও করতাম না। কিন্তু এখন আমাদের প্রাণসংশয়! আমাদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।


ব্যাবিলনবাসীদের মধ্যে কিছু লোক তখন সুযোগ নিয়ে ইহুদীদের বিরুদ্ধে অপবাদ রটনা করে তাদের অভিযুক্ত করার সুযোগ নিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন