Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 3:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 মর্দখয় তাঁকে নত হয়ে প্রণাম করেন না একথা জেনে হামান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর হামন যখন দেখলো যে, মর্দখয় তার কাছে নত হয়ে ভূমিতে উবুড় হয়ে সালাম করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হামন যখন দেখল যে মর্দখয় হাঁটুও পাতবেন না কিংবা সম্মানও দেখাবেন না তখন ভীষণ রেগে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর হামন যখন দেখিল যে, মর্দখয় তাহার কাছে নত হইয়া প্রণিপাত করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 হামন যখন দেখলেন সত্যি সত্যিই মর্দখয় তাকে সম্মান দেখাতে অনিচ্ছুক তখন তিনি খুবই ক্রুদ্ধ হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আর হামন যখন দেখল যে, মর্দখয় তার কাছে হাঁটু পেতে প্রণাম করে না, তখন সে খুব রেগে গেল।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 3:5
13 ক্রস রেফারেন্স  

প্রচণ্ড ক্রোধে দিশেহারা হলেন নেবুকাডনেজার। রক্তচক্ষু নিয়ে তাকালেন শদ্রক, মৈশক ও অবেদনগোর দিকে। লোকদের আদেশ দিলনে অগ্নিকুণ্ডের তাপ সাত গুণ বাড়িয়ে দিতে।


ভোজ শেষ হলে হামান তৃপ্ত হয়ে খুশীমনে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। ফিরে যাবার সময়ে তিনি রাজপ্রাসাদের সিংহদ্বারে মর্দখয়কে দেখতে পেলেন। মর্দখয় হামানের প্রতি কোন সম্মান প্রদর্শন করলেন না দেখে হামান ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন।


দুর্বিনীত ব্যক্তি অহঙ্কারী ও উদ্ধত, তার সমস্ত কাজকর্ম দম্ভ ও অবিবেচনাপ্রসূত।


রাজা তাঁর সমস্ত রাজকর্মচারীকে আদেশ দিলেন যেন তারা সব সময় হামানকে নত হয়ে প্রণিপাত করে শ্রদ্ধা জানায়। সকলেই রাজার আদেশ অনুসারে নত হয়ে হামানকে প্রণিপাত করতেন। কিন্তু মর্দখয় নত হলেন না, প্রণামও করলেন না।


উগ্রমেজাজী লোককে তার পরিণাম ভোগ করতে দাও, যদি তুমি তাকে একবার সঙ্কট থেকে উদ্ধার কর তবে বার বার তোমাকে তা করতে হবে।


মূর্খ তার বিরক্তি তৎক্ষণাৎ প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি অপমান গ্রাহ্য করে না।


উদ্বেগ ও ঈর্ষার জ্বালায় মৃত্যুকে ডেকে আনা মূর্খতা।


নপুংসকদের কাছে রাজার আদেশ শুনেও রাণী বষ্টী রাজার সামনে আসতে সম্মত হলেন না। ফলে সম্রাটের বুকে জ্বলে উঠল ক্রোধের আগুন।


প্রতিদিন তাঁরা তাঁকে এই কথা বললেও তিনি তাদের কথা শুনতেন না। একদিন তিনি বললেন, আমি একজন ইহুদী, আমি হামানের কাছে নত হতে পারি না। হামান মর্দখয়ের এই আচরণ মেনে নিতে পারবেন কি না সে কথা জানার জন্য তাঁরা হামানকে এ কথা জানালেন।


নির্বোধদের অনেক সময় প্রতিষ্ঠিত করা হয় উচ্চপদে, অথচ সম্ভ্রান্তেরা হয় উপেক্ষিত।


ধার্মিকের বিরুদ্ধে চক্রান্ত করে দুর্জন, তাকে দেখে জর্জরিত হয় সে দুর্বার ক্রোধ ও চরম ঘৃণায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন