Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 2:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সেই সময় শুশনে যায়ীরের পুত্র মর্দখয় বাস করতেন। তিনি ছিলেন ইহুদী ও বিন্যামীন গোষ্ঠীর শিমিয়ি ও কীশের বংশধর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সেই সময়ে যায়ীরের পুত্র মর্দখয় নামে এক জন ইহুদী শূশন রাজধানীতে ছিলেন। সেই যায়ীরের পিতা শিমিয়ি, শিমিয়ির পিতা বিন্‌ইয়ামীনীয় কীশ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সেই সময় মর্দখয় নামে বিন্যামীন গোষ্ঠীর একজন ইহুদি শূশনের দুর্গে ছিলেন। তিনি যায়ীরের ছেলে, যে শিমিয়ের ছেলে, যে কীশের ছেলে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তৎকালে যায়ীরের পুত্র মর্দখয় নামে এক জন যিহূদী শূশন রাজধানীতে ছিলেন। সেই যায়ীরের পিতা শিমিয়ি, শিমিয়ির পিতা বিন্যামীনীয় কীশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 এসময়ে রাজধানী শূশনে মর্দখয় নামে বিন্যামীনের পরিবারের এক ইহুদী ব্যক্তি বাস করতেন। মর্দখয় ছিলেন যায়ীরের পুত্র ও কীশের পৌত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সেই দিনের যায়ীরের ছেলে মর্দখয় নামে একজন যিহূদী শূশন রাজধানীতে ছিলেন। সেই যায়ীরের বাবা শিমিয়ি, শিমিয়ির বাবা বিন্যামীনীয় কীশ।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 2:5
10 ক্রস রেফারেন্স  

স্বয়ং অহশ্বেরশের পরই ইহুদী মর্দখয় পদমর্যাদার দ্বিতীয় স্থানে ছিলেন। তাঁর স্বজাতি ইহুদীরা তাঁকে সম্মান করত ও ভালবাসত। তিনি তাঁর স্বজাতির কল্যাণের জন্য আর তাদের বংশধরদের সমৃদ্ধির জন্য কাজ করেছিলেন।


রাণী ইষ্টের রাজকীয় পোষাক পরে উপবাসের তৃতীয় দিনে ভিতরের প্রাঙ্গণে সিংহাসন কক্ষের সামনে এসে দাঁড়ালেন রাজা সেই সময় সিংহাসনে বসেছিলেন। সিংহাসনের সামনেই ছিল প্রবেশদ্বার।


আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশে রাজকর্মচারী নিযুক্ত করুন-তাদের আদেশ দিন যেন তারা সমস্ত সুন্দরী যুবতীদের রাজধানী শুশনে আপনার অন্তঃপুরে নিয়ে আসে। অন্তঃপুরে মহিলাদের রক্ষক নপুংসক হেগয়ের তত্ত্বাবধানে তাদের রাখা হোক ও প্রসাধনী পরিচর্যায় তাদের সুশোভিত করা হোক।


তিনি ভারত থেকে সুদান পর্যন্ত একশো সাতাশটি প্রদেশের উপর রাজত্ব করতেন।


দাউদ বহুরীমের কাছাকাছি এলে শৌলের বংশের গেরার পুত্র শিমিয়ি নামে একটি লোক তাঁকে অভিশাপ দিতে বেরিয়ে এল


কীশ নামে বিন্যামীন বংশের একজন সঙ্গতিপন্ন ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি অবিয়েলের পুত্র, অবিয়েল ছিলেন সরোরের পুত্র,


তারপর রূপসী কন্যাদের মধ্যে যিনি আপনার দৃষ্টিতে সর্বোত্তম বলে বিবেচিত হবেন তাঁকে বষ্টীর স্থানে রাজমহিষীরূপে বরণ করা হোক। রাজা এই কথায় খুশী হয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলেন।


যিহোয়াখিন তখন জননী, পুত্র পারিষদবর্গ, রাজকর্মচারী ও প্রাসাদের সমস্ত কর্মচারীসহ ব্যাবিলন রাজের কাছে আত্মসমর্পণ করেন। নেবুকাডনেজার তাঁর রাজত্বের অষ্টম বছরে তাঁর যিহোয়াখিনকে বন্দী করেন


নেবুকাডনেজার যিহোয়াখিনকে তাঁর জননী, পত্নীবৃন্দ, রাজকর্মচারী ও যিহুদীয়ার নেতৃবৃন্দসহ বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন