Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 2:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 ইষ্টেরকে দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন। অন্য সকলের চেয়ে ইষ্টের বেশী রাজ-অনুগ্রহ লাভ করলেন। রাজা তাঁকে রাজমুকুট পরিয়ে বষ্টীর স্থানে রাজমহিষীরূপে বরণ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আর বাদশাহ্‌ অন্য সকল স্ত্রীলোকের চেয়ে ইষ্টেরকে বেশি ভালবাসলেন এবং অন্য সকল কুমারীর চেয়ে তিনিই বাদশাহ্‌র দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া লাভ করলেন; অতএব বাদশাহ্‌ তাঁরই মাথায় রাজমুকুট দিয়ে বষ্টীর পদে তাঁকে রাণী করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 অন্যান্য স্ত্রীলোকদের চেয়ে ইষ্টেরকে রাজা বেশি ভালোবাসলেন এবং তিনি অন্যান্য কুমারী মেয়েদের চেয়ে রাজার কাছে বেশি দয়া ও ভালোবাসা পেলেন। অতএব রাজা তাঁর মাথায় মুকুট পরিয়ে দিলেন এবং বষ্টীর জায়গায় ইষ্টেরকে রানি করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আর রাজা অন্য সকল স্ত্রীলোক অপেক্ষা ইষ্টেরকে অধিক ভালবাসিলেন, এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনিই রাজার দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া প্রাপ্ত হইলেন; অতএব রাজা তাঁহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টীর পদে তাঁহাকে রাণী করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 রাজা অন্যান্য মেয়েদের চেয়ে সব চেয়ে বেশি ইষ্টেরকেই ভালবাসলেন এবং তিনি দ্রুত তাঁর প্রিয়তমা হয়ে উঠলেন। এরপর রাজা অহশ্বেরশ ইষ্টেরের মাথায় মুকুট পরিয়ে তাঁকে রাণী বষ্টীর আসনে রাণী হিসেবে অভিষিক্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 আর রাজা অন্য সব স্ত্রীলোকের চেয়ে ইষ্টেরকে বেশি ভালবাসলেন এবং অন্য সব কুমারীর থেকে তিনিই রাজার চোখে অনুগ্রহ ও দয়া পেলেন; অতএব রাজা তাঁরই মাথায় রাজমুকুট দিয়ে বষ্টীর পদে তাঁকে রাণী করলেন।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 2:17
10 ক্রস রেফারেন্স  

বনভূমির বৃক্ষরাজি জানবে যে আমি প্রভু পরমেশ্বর। আমিই বনস্পতিরাজিকে ছেদন করেছি, খর্ব করেছি তাকে, ক্ষুদ্রকে করেছি উন্নত, শ্যামল বনানী শুষ্ক করেছি, সতেজ করেছি শুষ্ককে। -আমি প্রভু পরমেশ্বর বলছি: —আমি যা বলেছি তা করবই।


এই রকম অবস্থায় তুমি যদি চুপ করে থাক, তাহলে জেন, ঈশ্বর স্বর্গ থেকে ইহুদীদের রক্ষা করবেন ঠিকই কিন্তু তুমি রক্ষা পাবে না—তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে। এমনও তো হতে পারে এই দুঃসময়ে বিশেষ ভূমিকা গ্রহণের জন্যই তুমি রাজমহিষীর পদ লাভ করেছ।


রাজা তাদের আদেশ দিলেন যেন তারা রাণী বষ্টীকে রাজমুকুট পরিয়ে রাজার সামনে নিয়ে আসে। তাঁর ইচ্ছা, সমস্ত রাজপুরুষ ও অতিথিরা রাণীর অপরূপ রূপলাবণ্য দেখুক। রাজমহিষী বষ্টী ছিলেন প্রকৃতই পরমা সুন্দরী।


ধূলিশয্যা থেকে দীনকে আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে তিনিই তুলে আনেন, অভিজাতকুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা। পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।


রাজা অহশ্বেরশের রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে রাজপ্রাসাদে রাজার সামনে আনা হল।


নদীর স্রোতের গতির মত রাজার মতিগতিও পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন, তিনি তাকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন