Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 2:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 একবছর নিয়মিত ভাবে এই সব মহিলাদের সৌন্দর্য পরিচর্যা করা হল। প্রথম ছমাস ও পরের ছমাস সুগন্ধি তেলে তাদের অঙ্গ মর্দন করা হত। তারপর পালা অনুসারে প্রত্যেক যুবতীকে রাজা অহশ্বেরশের কাছে নিয়ে যাওয়া হত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর বারো মাস পর্যন্ত স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাবার পর বাদশাহ্‌ জারেক্সের কাছে এক এক কন্যার গমনের পালা উপস্থিত হত; যেহেতু তাদের সৌন্দর্যচর্চায় দীর্ঘ দিন লাগতো, বস্তুত ছয় মাস গন্ধরসের তেল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের প্রসাধনী দ্রব্য ব্যবহৃত হত;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 রাজা অহশ্বেরশের কাছে কোনও মেয়ের যাবার পালা আসবার আগে বারো মাস ধরে তাঁকে মেয়েদের জন্য সৌন্দর্য বাড়াবার ব্যবস্থা গ্রহণ করতে হত, ছয় মাস গন্ধরসের তেল ও ছয় মাস সুগন্ধি ও মহিলাদের জন্য নির্ধারিত প্রসাধনের জিনিসপত্র ব্যবহার করতে হত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর দ্বাদশ মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাইলে পর অহশ্বেরশ রাজার নিকটে এক এক কন্যার গমনের পালা উপস্থিত হইত; যেহেতু তাহাদের অঙ্গসংস্কারে এত দিন লাগিত, বস্তুতঃ ছয় মাস গন্ধরসের তৈল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের অঙ্গসংস্কারার্থক দ্রব্য ব্যবহৃত হইত;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 রাজা অহশ্বেরশের সামনে উপস্থিত হবার আগে প্রতিটি মেয়েকে এক বছর ধরে রূপচর্চা করতে হোত। রূপচর্চার জন্য তাদের ছ’মাস সুগন্ধী তেল মাখতে হত এবং তারপর আরো ছ’মাস অন্য উৎকৃষ্টতম সুগন্ধি মাখতে হত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর বারো মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাওয়ার পর রাজা অহশ্বেরশের কাছে এক এক মেয়ের যাওয়ার পালা আসত; কারণ তাদের রূপচর্চায় এত দিন লাগত, অর্থাৎ ছয় মাস গন্ধরসের তেল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের রূপচর্চার জন্য জিনিস ব্যবহার করা হত;

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 2:12
10 ক্রস রেফারেন্স  

সুবাসিত অঙ্গসজ্জায় সুরভিত হয়ে তুমি যাও মোলেক দেবতার পূজা দিতে। পূজা করার জন্য দেবতার সন্ধানে তুমি দূর-দূরান্তে প্রেরণ কর বার্তাবহ, এমন কি মৃত্যুলোকেও প্রেরণ কর তাদের।


সুবাসিত করেছি সে শয্যা আতর, অগুরু আর দারুচিনির মধুর সুবাসে।


ধূলিমেঘ তুলে কে আসে মরুপথে? ভেসে আসে যেন বণিকের ধূপ আর সুরভি সুবাস?


আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশে রাজকর্মচারী নিযুক্ত করুন-তাদের আদেশ দিন যেন তারা সমস্ত সুন্দরী যুবতীদের রাজধানী শুশনে আপনার অন্তঃপুরে নিয়ে আসে। অন্তঃপুরে মহিলাদের রক্ষক নপুংসক হেগয়ের তত্ত্বাবধানে তাদের রাখা হোক ও প্রসাধনী পরিচর্যায় তাদের সুশোভিত করা হোক।


ইষ্টেরের প্রতি হেগয়ের স্নেহদৃষ্টি পড়ল। অনতিবিলম্বে হেগয় ইষ্টেরের জন্য সৌন্দর্য পরিচর্যার ও বিশেষ আহারের আয়োজন করলেন, অন্তঃপুরের সর্বোৎকৃষ্ট স্থানে তাঁকে রাখা হল। রাজপ্রাসাদের বাছাই করা সাতজন পরিচারিকাকে তাঁর সেবায় নিয়োগ করা হল।


ইষ্টের কেমন আছেন ও তাঁর প্রতি কি করা হচ্ছে সে কথা জানার জন্য মর্দখয় প্রতিদিন অন্তঃপুরের প্রাঙ্গণে ঘোরাফেরা করতেন।


অন্তঃপুর থেকে রাজপ্রাসাদে যাবার সময় সে যা চাইত, তাই তাকে নিয়ে যেতে দেওয়া হত।


আতরের সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ বার হবে তাদের কাছ থেকে। মেখলার পরিবর্তে তারা মোটা দড়ি ব্যবহার করবে, সুন্দর চুলের বদলে তাদের মাথায় টাক পড়বে, মিহি সূক্ষ্ম কাপড়ের পরিবর্তে রুক্ষ চটের পোষাক পরবে তারা। তাদের রূপ-সৌন্দর্য পরিবর্তিত হয়ে যাবে, লজ্জাজনক অবস্থায় পড়বে তারা!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন