Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 2:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 মর্দখয়ের পরামর্শ অনুযায়ী ইষ্টের এ কথা গোপন করলেন যে তিনি একজন ইহুদী কন্যা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ইষ্টের তাঁর জাতির কি গোত্রের পরিচয় দিলেন না; কারণ মর্দখয় তা জানাতে তাঁকে বারণ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 ইষ্টের তাঁর জাতি ও বংশের পরিচয় দিলেন না কারণ মর্দখয় তাঁকে বারণ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 ইষ্টের আপন জাতির কি গোত্রের পরিচয় দিলেন না; কারণ মর্দখয় তাহা জানাইতে তাঁহাকে বারণ করিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ইষ্টের যে ইহুদী সেকথা ও কাউকে বলেনি। মর্দখয় তাকে তার পারিবারিক বৃত্তান্ত প্রকাশ করতে বারণ করেছিল, সুতরাং সে কারো কাছে কিছু খুলে বলে নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 ইষ্টের নিজের জাতির কি বংশের পরিচয় দিলেন না; কারণ মর্দখয় তা না জানাতে তাঁকে আদেশ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 2:10
9 ক্রস রেফারেন্স  

দেখ, নেকড়ের পালের মধ্যে মেষের মতই আমি তোমাদের প্রেরণ করছি। কাজেই তোমাদের হতে হবে, সাপের মত চতুর, আর কপোতের মত নিরীহ।


ইষ্টের তখনও প্রকাশ করেননি যে তিনি ইহুদী।মর্দখয় তাঁকে একথা প্রকাশ করতে বারণ করেছিলেন। ইষ্টের মর্দখয়ের কাছে থাকার সময়ে যেমন বাধ্য ছিলেন ঠিক সেইমত বাধ্যতা এখনও দেখালেন।


সন্তানেরা, তোমরা পিতামাতার বাধ্য হও, কারণ এ-ই তোমাদের পক্ষে সঙ্গত এবং খ্রীষ্টীয় কর্তব্য।


হামান রাজাকে বললেন, মহারাজ, আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশেই বিশেষ একটি জাতির লোক ছড়িয়ে আছে। তাদের রীতিনীতি অন্যান্য জাতির থেকে আলাদা। তা ছাড়া তারা আপনার সাম্রাজ্যের আইনকানুনও মানে না। তাই তাদের প্রশ্রয় দেওয়া মহারাজের উচিত নয়।


হত্যার জন্য আমাকে এবং আমার লোকদের শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছে। যদি ক্রীতদাস করার জন্য বিক্রী করা হত, তাহলে আমি কিছু বলতাম না আর আপনাকে বিরক্তও করতাম না। কিন্তু এখন আমাদের প্রাণসংশয়! আমাদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।


ইষ্টের নামে মর্দখয়ের এক আত্মীয়া ছিলেন। তাঁর হিব্রু নাম হল হদ্‌সা। তিনি ছিলেন পরমাসুন্দরী ও তাঁর দৈহিক গঠন ছিল অত্যন্ত আর্কষণীয়। তাঁর পিতামাতার মৃত্যু হওয়ায় মর্দখয় তাঁকে নিজের কন্যার মত প্রতিপালন করছিলেন।


ইষ্টের কেমন আছেন ও তাঁর প্রতি কি করা হচ্ছে সে কথা জানার জন্য মর্দখয় প্রতিদিন অন্তঃপুরের প্রাঙ্গণে ঘোরাফেরা করতেন।


তখন রূথ সেই শস্য ঝাড়াই করার জায়গায় গেল এবং তার শাশুড়ীর কথা মত কাজ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন