Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 1:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 রাজমহিষী বষ্টীও প্রাসাদের অন্তঃপুরে মহিলাদের জন্য ভোজের আয়োজন করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর বষ্টী রাণীও জারেক্সের রাজপ্রাসাদে মহিলাদের জন্য ভোজ প্রস্তুত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 অহশ্বেরশ রাজার রাজপ্রাসাদে বষ্টী রানিও মহিলাদের জন্য একটি ভোজ দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর বষ্টী রাণীও অহশ্বেরশের রাজবাটীতে মহিলাগণের জন্য ভোজ প্রস্তুত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 একই সময়, রাণী বষ্টীও রাজপ্রাসাদে মহিলাদের জন্য একটি আলাদা ভোজসভার ব্যবস্থা করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আর বষ্টী রাণীও অহশ্বেরশের রাজবাড়ীতে মহিলাদের জন্য ভোজ তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 1:9
5 ক্রস রেফারেন্স  

তাহলে আমার সবিনয় নিবেদন এই যে আগামীকাল আমি আপনার ও হামানের জন্য ভোজের আয়োজন করব। আপনার অনুগ্রহ করে ভোজে উপস্থিত হবেন। আমি তখনই আপনার কথামত আপনার কাছে আমার প্রার্থনা নিবেদন করব।


ইষ্টের বললেন, মহারাজ, আমি একটি ভোজের আয়োজন করেছি, দয়া করে যদি আপনি হামানকে নিয়ে আমার এই ভোজে আসেন, আমি ধন্য হব।


সম্রাট অহশ্বেরশের রাজত্বকালের প্রারম্ভে যিহুদীয়া ও জেরুশালেমে বসবাসকারী ইসরায়েলীদের বিরুদ্ধে স্থানীয় লোকেরা লিখিত অভিযোগ আনল।


রাজা তাঁর পরিচারকদের আদেশ দিলেন অতিথিদের সুরা পরিবেশনে যেন কোন কার্পণ্য করা না হয়।


ভোজের সপ্তম দিনে সুরাপানে মত্ত রাজা আনন্দে মেতে উঠলেন। সেই সময় তিনি সাতজন নপুংসককে ডেকে পাঠালেন। এরা ছিল তাঁর ব্যক্তিগত সেবক। এরা হলঃ মহমন, বিস্থা, হর্বোনা, বিগ্‌থা, অবগথ, সেথর, কর্ক্কস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন