Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 1:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বাগানের মাঝখানের চত্বরটি সাজানো হয়েছিল সাদা আর নীল রঙের সুতির পর্দায়। বেগুনী রঙের সুতো দিয়ে তৈরী পর্দার দড়িগুলি স্ফটিকস্তম্ভের উপরে রূপোর ছোট ছোট বালাতে আটকানো ছিল। মার্বেল ও নানারঙের মূল্যবান মণিমুক্তো দিয়ে মোজেইক করা মেঝের উপর সাজানো ছিল সোনা ও রূপোর আসনগুলি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সেখানে কার্পাসের তৈরি সাদা ও নীল রংয়ের চন্দ্রাতপ ছিল, তা মসীনা সুতার বেগুনিয়া রংয়ের দড়ি দিয়ে রূপার কড়াতে মার্বেলস্তম্ভে বাঁধা ছিল এবং লাল, সাদা, সবুজ ও কাল মার্বেল পাথরে সজ্জিত মেঝের উপর সোনার ও রূপার আসনশ্রেণী স্থাপিত ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সেই বাগান সাজাবার জন্য সাদা ও নীল কাপড়ের পর্দা ব্যবহার করা হয়েছিল যেগুলি সাদা ও বেগুনি মসিনা সুতোর দড়ি দিয়ে রুপোর কড়াতে মার্বেল পাথরের থামে আটকানো ছিল। মার্বেল পাথর, ঝিনুক এবং বিভিন্ন রংয়ের অন্যান্য দামি পাথরের করা মেঝের উপরে সোনা ও রুপোর আসন ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তথায় কার্পাসনির্ম্মিত শুক্ল ও নীলবর্ণ চন্দ্রাতপ ছিল, তাহা মসীনা-সূত্রের বেগুনে রজ্জু দ্বারা রৌপ্যময় কড়াতে মর্ম্মরস্তম্ভে নিবদ্ধ ছিল, এবং লাল, সাদা, সবুজ ও কাল মর্ম্মর পাথরে শিল্পিত মেজিয়াতে স্বর্ণময় ও রৌপ্যময় আসনশ্রেণী স্থাপিত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রাসাদের ভেতরের বাগানে সাদা ও নীল রঙের দামী লিনেন কাপড়ের চাঁদোয়া টাঙ্গানো ছিল। শ্বেতপাথরের স্তম্ভে রূপোর আংটায় লিনেনের সাদা ও বেগুনী কাপড়ের দড়ি দিয়ে সেগুলি ঝোলানো হয়। বহুমূল্য পাথর, যেমন মুক্তো, শ্বেতপাথর এবং অন্যান্য পাথর খচিত মেঝেতে বসানো ছিল সোনা ও রূপোর তৈরী কেদারা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 সেখানে কার্পাসের তৈরী সাদা ও নীল রঙের পর্দা ছিল, তা সূক্ষ সুতোর বেগুনী দড়ির মাধ্যমে রূপালি রঙের কড়াতে পাথরের থামে আটকে ছিল এবং লাল, সাদা, সবুজ ও কালো মার্বেল পাথরে কারুকার্য্য করা মেঝেতে সোনার ও রূপার আসনের সারি রাখা ছিল।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 1:6
10 ক্রস রেফারেন্স  

গজদন্তের পালঙ্কে যারা শুয়ে থাক, আরাম কেদারায় হেলান দিয়ে যারা কাল কাটাও, পাল থেকে ভেড়া আর বাথান থেকে বাছুর এনে যারা ভুরিভোজের আয়োজন কর,


সুদৃশ্য পালঙ্কে এসে বসেছে। তাদের সামনে রাখা সাজানো টেবিলে আমারই দেওয়া সুগন্ধি ধূপ-ধূনো আর জলপাই তেল শোভা পাচ্ছে।


বন্ধকী জামাকাপড় তারা অপব্যবহার করে, এমনকি প্রত্যেকটি বেদীর কাছে সেই জামাকাপড় পেতে তারা শুয়ে থাকে তাদের ঈশ্বরের মন্দিরে। তারা পান করে জরিমানার টাকায় কেনা মদ।


সবেমাত্র তিনি করুণাভিক্ষার জন্য ইষ্টেরের আসনের কাছে অবনত হয়েছেন ঠিক তখনই রাজা উদ্যান থেকে ফিরে এসে সেই কক্ষে প্রবেশ করলেন। হামানকে ইষ্টেরের আসনের কাছে অবনত অবস্থায় দেখে রাজা চীৎকার করে বলে উঠলেন, এই পাষণ্ড কি আমারই প্রাসাদে আমারই সামনে আমার রাণীর মর্যাদা হরণ করতে চায়? রাজা এ কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রাসাদের নপুংসক প্রহরীরা ছুটে এসে ফাঁসির প্রস্তুতি স্বরূপ হামানের মাথা ঢেকে ফেলল।


মর্দখয় নীল ও সাদা রঙের রাজবস্ত্র, বেগুনী রঙের অতি সূক্ষ্ম আবরণ এবং সুন্দর এক স্বর্ণমুকুট পরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তখন শুশানের সমস্ত পথ হর্ষধ্বনি ও আনন্দরবে মুখরিত হয়ে উঠল।


তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা দশটি পর্দা দিয়ে একটি শিবির তৈরী করবে। এই পর্দাগুলিতে সূচীশিল্প দ্বারা স্বর্গদূতের মূর্তি চিত্রিত থাকবে।


কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করে বললেন, না, আমি কিছু খাব না। কিন্তু তাঁর অনুচররাও সেই স্ত্রীলোকটির সঙ্গে রাজাকে পীড়াপীড়ি করতে লাগল। তখন তিনি তাদের কথায় ভূমিশয্যা ত্যাগ করে উঠে বসলেন।


প্রভু বলেছেনঃ সিংহের মুখ থেকে মেষপালক যেমন মেষের দুটি পা কিম্বা একটি কান উদ্ধার করে আনে, শমরীয়ানিবাসী ইসরায়েলীদেরও তেমনি খাটের একটি বাজু বা পালঙ্কের একটা পায়ার মত সামান্য অংশই উদ্ধার করা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন