Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 হে মহারাজ, যদি আপনার সম্মতি থাকে তাহলে এই রাজাজ্ঞা ঘোষণা করুন যে বষ্টী আর কখনও রাজার সামনে আসতে পারবেন না। এই আদেশ যেন কখনও পরিবর্তিত না হয়। পারস্য ও মিডিয়ার শাসন ব্যবস্থায় এই আদেশ আইনরূপে গৃহীত ও লিপিবদ্ধ করা হোক এবং কোন শ্রেষ্ঠ মহিলাকে রাজমহিষীরূপে গ্রহণ করা হোক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 যদি বাদশাহ্‌র অভিমত হয়, তবে বষ্টী বাদশাহ্‌ জারেক্সের সম্মুখে আর আসতে পারবেন না, এই বাদশাহী হুকুম আপনার শ্রীমুখ থেকে প্রকাশিত হোক এবং এর অন্যথা যেন না হয়, এজন্য এই পারসীক ও মাদীয়দের আইনের মধ্যে লেখা হোক; পরে বাদশাহ্‌ তাঁর রাজ্ঞীপদ নিয়ে তাঁর চেয়ে উৎকৃষ্টা আর এক জন রাণীকে দিন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 “যদি রাজার অমত না থাকে, তবে তিনি যেন একটি রাজ-আদেশ দেন যে, বষ্টী আর কখনও রাজা অহশ্বেরশের সামনে আসতে পারবেন না। এই আদেশ পারস্য ও মাদিয়ার আইনে লেখা থাকুক যেন বাতিল করা না যায়। এছাড়া রাজা যেন তাঁর চেয়েও উপযুক্ত অন্য আর একজনকে রানির পদ দেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 যদি মহারাজের অভিমত হয়, তবে বষ্টী অহশ্বেরশ রাজার সম্মুখে আর আসিতে পাইবেন না, এই রাজাজ্ঞা আপনার শ্রীমুখ হইতে প্রকাশিত হউক; এবং ইহার অন্যথা যেন না হয়, এই জন্য ইহা পারসীকদের ও মাদীয়দের ব্যবস্থার মধ্যে লিখিত হউক; পরে মহারাজ তাঁহার রাজ্ঞীপদ লইয়া তাঁহা হইতে উৎকৃষ্টা আর এক রাণীকে দিউন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 “সুতরাং মহারাজ যদি ইচ্ছা করেন তবে আমার পরামর্শ: রাজার নামে এবং পারস্য ও মাদিয়ার রাজার শাসনমতে একথা লেখা হোক্, ‘বষ্টী যেন আর কখনও রাজাকে নিজের মুখ না দেখান।’ বষ্টী যেন আর কখনও এই প্রাসাদে পা না রাখেন এবং রাজা তাঁর রাণীর পদ কোন যোগ্যতর নারীকে দেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 যদি মহারাজের ইচ্ছা হয়, তবে বষ্টী অহশ্বেরশ রাজার সামনে আর আসতে পারবেন না, এই রাজ আদেশ আপনার মুখ থেকে বেরিয়ে আসুক এবং যা অমান্য করা যাবে না, এই জন্য এটা পারসীকদের আদেশ ও মাদীয়দের আইনের মধ্যে লেখা হোক; পরে মহারাজ তাঁর রাণীর পদ নিয়ে তাঁর থেকে ভালো আর এক রাণীকে দিন।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 1:19
10 ক্রস রেফারেন্স  

তবে রাজার শীলমোহরের ছাপ দেওয়া ঘোষণাপত্র প্রত্যাহার করা যায় না। যাই হোক, তুমি তোমার ইচ্ছার কথা ইহুদীদের লিখে জানাতে পার এবং সেটা তুমি আমার নামে লিখে আমার শীলমোহরের ছাপ দিতে পার।


তখন শমুয়েল তাঁকে বললেন, প্রভু পরমেশ্বরও এইভাবে তোমার কাছ থেকে ইসরায়েলের রাজ্য ছিনিয়ে নিলেন এবং তোমার চেয়ে যোগ্য তোমার এক প্রতিবেশীকে তা দান করলেন।


যদি মহারাজের অনুগ্রহ হয় এবং আমার প্রতি যদি তাঁর করুণা হয়,আর যদি মহারাজ ন্যায্য মনে করেন তাহলে হামানের আদেশ বাতিল করার ঘোষণাপত্র জারী করুন। অগাগের বংশজাত হম্মদাথার পুত্র সাম্রাজ্যের সমস্ত ইহুদীদের ধ্বংস করার জন্য এই আদেশ জারী করেছিল।


একটি প্রস্তরখণ্ড দিয়ে খাদের মুখ বন্ধ করে দেওয়া হল। রাজা তার উপর তাঁর নিজের ও অমাত্যবর্গের শীলমোহর বসিয়ে দিলেন যেন দানিয়েলকে কেউ উদ্ধার করতে না পারে।


আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, হে মহারাজ, তাদের মৃত্যুদণ্ড দিতে একটি আদেশ জারী করুন। এই রকম আদেশ জারী হলে আমি রাজকার্য পরিচালনার জন্য রাজভাণ্ডারে 10,000 তালন্ত রূপো দেব।


রাজা শলোমনের এই সুবিচারের কথা শুনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধায় ইসরায়েলীদের মন ভরে গেল। তারা বুঝল যে ন্যায়বিচার করার জন্য ঈশ্বর তাঁকে প্রজ্ঞা দান করেছেন।


মমূখনের এই পরামর্শে রাজা ও রাজকর্মচারী সকলেই সম্মত হলেন।


যখন পারস্য ও মিডিয়ার রাজপুরুষদের স্ত্রীরা রাণীর এই আচরণের কথা শুনবে তখন তারাও তাদের স্বামীদের ঐ রকম কথা বলবে। এইভাবে স্ত্রীরা আর স্বামীদের সম্মান দেবে না এবং স্বামীরা স্ত্রীদের উপর ক্রুদ্ধ হয়ে উঠবে।


ক্রমে রাজার ক্রোধ শান্ত হল। তিনি বষ্টীর কাজ ও তার বিরুদ্ধে জারী করা রাজাদেশ সম্পর্কে চিন্তা করতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন