Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 1:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 যখন পারস্য ও মিডিয়ার রাজপুরুষদের স্ত্রীরা রাণীর এই আচরণের কথা শুনবে তখন তারাও তাদের স্বামীদের ঐ রকম কথা বলবে। এইভাবে স্ত্রীরা আর স্বামীদের সম্মান দেবে না এবং স্বামীরা স্ত্রীদের উপর ক্রুদ্ধ হয়ে উঠবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর পারস্য ও মাদিয়ার যে কুলীন মহিলারা রাণীর এই কাজের সংবাদ শুনলেন, তাঁরা আজই বাদশাহ্‌র সকল কর্মকর্তাকে ঐরূপ বলবেন, তাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রানির এই ব্যবহারের কথা শুনে রাজার উঁচু পদের কর্মকর্তাদের সঙ্গে একইরকম ব্যবহার করবেন। এতে অসম্মান ও অনৈক্যের কোনও শেষ হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর পারস্যের ও মাদিয়ার যে কুলীনা মহিলারা রাণীর এই কার্য্যের সমাচার শুনিলেন, তাঁহারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে ঐরূপ বলিবেন, তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 “পারস্য ও মাদিয়ার গণ্যমান্য ব্যক্তিদের স্ত্রীরা রাণীর এই ব্যবহার স্বচক্ষে দেখলেন। এর দ্বারা প্রভাবিত হয়ে তাঁরাও এবার রাজার আধিকারিকদের সঙ্গে এই একই ব্যবহার করবেন এবং ফলতঃ গৃহবিবাদ ও অশান্তির সূচনা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রাণীর এই কাজের খবর শুনলেন, তাঁরা আজই রাজার সব শাসনকর্তাকে ঐরকম বলবেন, তাতে খুব অসম্মান ও রাগ জন্মাবে।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 1:18
4 ক্রস রেফারেন্স  

শলোমন সাতশো রাজকন্যাকে বিবাহ করেছিলেন এবং তিনশো জন উপপত্নী রেখেছিলেন। তারাই তাঁকে ঈশ্বরের কাছ থেকে বিপথে নিয়ে গিয়েছিল।


তাঁর বুদ্ধিমতী সহচরীরা তাঁকে বুঝাতে লাগল তিনি নিজেও মনকে প্রবোধ দিয়ে বললেন,


মহারাণী যা করেছেন সে কথা শোনামাত্রই রাজ্যের সমস্ত মহিলা তাদের স্বামীদের তুচ্ছজ্ঞান করবে। তারা বলবে, সম্রাট অহশ্বেরশ মহারাণী বষ্টীকে তাঁর কাছে আসার আদেশ দিয়েছিলেন কিন্তু রাণী সেই আদেশ অমান্য করেছেন।


হে মহারাজ, যদি আপনার সম্মতি থাকে তাহলে এই রাজাজ্ঞা ঘোষণা করুন যে বষ্টী আর কখনও রাজার সামনে আসতে পারবেন না। এই আদেশ যেন কখনও পরিবর্তিত না হয়। পারস্য ও মিডিয়ার শাসন ব্যবস্থায় এই আদেশ আইনরূপে গৃহীত ও লিপিবদ্ধ করা হোক এবং কোন শ্রেষ্ঠ মহিলাকে রাজমহিষীরূপে গ্রহণ করা হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন